একটি বাইসাইকেলের মালিকানাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উপজেলার নরিনা ও পাশের বাঁচামাড়া গ্রামের লোকজন সংঘর্ষ ও ভাংচুরে লিপ্ত হয় বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকালে বাঁচামাড়া গ্রামের আরিফুল ইসলাম ভাড়া করা একটি বাইসাইকেল নিয়ে নরিনা গ্রামে ফুটবল খেলা দেখতে যায়।
তখন বাইসাইকেলটি চোরাই দাবি করে নরিনা গ্রামের লোকজন আরিফকে মারপিট করে।
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে নরিনা গ্রামের লোকজন বাঁচামারা গ্রামে হামলা চালায়। এ সময় গ্রামের ২০-২৫টি বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট চালানো হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল।
ভয়ে গ্রামের লোকজন আগেই পালিয়ে যাওয়াই কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি জানান, বিষয়টি মীমাংসার জন্য দুই গ্রামের মুরুব্বিরা উদ্যোগ নিয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান স্বপন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিন বাঁচামারা গ্রাম পরিদর্শন করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।