রোববার উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে আব্দুর রহমান আবুর (৪১) লাশ পাওয়া যায়। আবু ওই গ্রামের ফজুলর রহমান ফকিরের ছেলে।
নিহতের চাচাতো ভাই মজনু মিয়ার অভিযোগ, ফজলু কৃষি শ্রমিক হিসেবে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন।
কয়েক মাসের বকেয়া মজুরি না দেয়ায় কিছুদিন আগে ফজলু কাজ ছেড়ে চলে যান।
তিনদিন আগে ওই ব্যক্তি লোকজন দিয়ে তাকে বাড়ি থেকে ধরে এনে পাওনা পরিশোধ না করেই আবারো কাজ করতে বাধ্য করেন।
মজনু মিয়ার দাবি, শনিবার রাতে ফজলু ওই মালিকের শ্যালো ঘরে ঘুমাতে যান। রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়।
সকালে বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করে পুলিশ পৌঁছার আগেই মৃতদেহ নামিয়ে ফেলা হয়।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে শ্যালো ঘরের মাচার উপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়।
তার গলায় কালো দাগ রয়েছে।
বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত করলেই নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।