আমাদের কথা খুঁজে নিন

   

শাহজাদপুরে ফের ৩ অ্যানথ্রাক্স রোগী সনাক্ত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফের ৩ জন এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। আজ শনিবার সকালে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এদেরকে সনাক্ত করেন। এর আগেও ৭ জন এ রোগে আক্রান্ত হয়।

আক্রান্তরা হলো, কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামের শহীদ আলীর ছেলে এরশাদ আলী (৩০), মানিক মন্ডলের স্ত্রী আমেনা বেগম (২২) ও মালিক চাদের স্ত্রী রওশন আরা (২৯)।

এ নিয়ে ১০জন নারী-পুরুষ ও শিশু এ রোগে আক্রান্ত হলো।

এদিকে, গবাদি পশুর রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ায় সকলের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, আতঙ্কের কিছুর নেই। উপজেলা স্বাস্থ্য কমপস্নেক্সের আওতায় আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে।

জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশ প্রতিদিনকে জানান, ২৫ আগস্ট উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামের মুকুল সেখের একটি অসুস্থ গরু জবাই করে প্রতিবেশীদের মাঝে কম মুল্যে গোস্ত বিক্রি করা হয়। ওই গোস্ত কাটা ও ধোয়া-মোছার সাথে জড়িত এরশাদ, আমেনা ও রওশন আরার শরীরে ফোশকার মতো ঘা দেখা দেয়।

পরে তাদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গত বৃহস্পতিবার থেকে চরকৈজুরী ও উল্টাডোব গ্রামের আক্রান্ত ৭ জনকেও চিকিৎসা দেয়া হচ্ছে।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, আক্রান্তদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিনামুল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই।  



সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.