আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ন আলোর কার্নিভালে বিষাদের এলিজি

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'
■ এক থোকা জোনাকির সবুজ আলোর শরতের অপরাজিতা বিলাসে ক্ষয়ে যাওয়া মায়াবী চাঁদের আলোর খানিক লবনাক্ত জোছনা । তখনি সরিষা আর মৌরির গন্ধে ভরা সতেজ লবঙ্গের আবহে হেমন্তের শেষ সকাল গুলো কুয়াশা-জড়ানো শৈত্য নিয়ে আসে । রাত জাগা ল্যাম্পপোষ্টর নিয়ন আলোতে জোনাকির সারি অথবা তড়িতবাহী নমনীয় অন্তরিত তারের ফাঁসিকাঠে মৃতদেহের মত ঝুলে থাকে দন্ডপ্রাপ্ত আসামীর শহুরে পাপ । হৃদপিন্ডের রসায়নে রোড ডিভাইডার আর একটা কংক্রিট ফুটপাতে বাক্সবন্দী হয় নিস্যন্দিত নৈশব্দ্যের নীহার, কফিনবদ্ধ কৃষ্ণতম সন্ধাগুলো যেন আরও গভীর হয়ে আসে নেমে আসে । ■■ তেলপোকা খেকো আদিবাসীদের মত ইঁদুরেরা জ্যামিতিক বংশবৃদ্ধি শেষে নেমে পড়ে সবুজ সিগনালের পিচ ঢালা রাজপথে আর বেটোফেনের নবম সিম্ফনির মর্মবেদনায় অস্পৃশ্য ক্রীতদাস, গির্জার ডিংডং শব্দে প্রবৃত্তি গুলো আর্তনাদে কাঁপে, বাষ্প জমাট বেঁধে রচিত হয় সাদা মেঘমালা ।

আলো নিভে গেলে আঁধারে নিয়ন বাতির ল্যাম্প পোষ্টের আলোয় স্বপ্ন বেঁচে কিছু মানুষ, বিষাদমুক্ত প্রোজ্বল সকালের আশায় । নিরবচ্ছিন্ন হৃদস্পন্দন, ট্রেনের হুইসিল, জাহাজের ভেঁপু আর কিছু ঝিঁঝি পোকা এবং ছাইরঙা টিকটিকিরা যেন মেতে উঠে কার্নিভালে । অলিগলির পাকস্থলীর ভাসমান মানুষগুলির কঙ্কালসার জীর্ণশীর্ণ শরীর, স্টেশনে ছিন্নমূল ওই খর্বদেহর নিঃসহায়দের দিনে শেষে রাতযাপন । অন্ধকার গলির বেকার ছেলেটার পকেটে খেলনা পিস্তল আর ছেঁড়া ব্লাউজে কিশোরী লজ্জার অপমান ঢাকে প্লাস্টিক হাসিতে । ■■■ ইট-কাঠ-রড-নাট-বোল্ট, ইস্পাতের দালাল ।

স্কাইস্ক্রেপারপারের স্বর্গীয় সমাজের উষর ভুচরে বৃষ্টির জন্য ব্যাঙের কীর্তনেও যদি পাত্তা না দেয় ঈশ্বর; আফ্রোদিতিত দেহের কোমল মাংস খুবলে খাওয়ার সাক্ষী নিশি-যামিনী পেঁচারা, টিস্টলের আড়ালের নিমের ডালে ডেকে উঠে! ■■■■ বিলবোর্ড হাসির ব্যস্ত নগরীতে নিয়ন আলোর প্রসারনের নক্ষত্রের রাতে শত ফেরারী মানুষের ঘনত্ব হ্রাস পায় । বারবনিতা কিংবা চিরকষ্টের ম্যানিকিন অথবা ক্যাবারেটের গায়িকারা মুর্ত হয় দুর্গের ক্যাফেইন যুক্ত কর্পোরেট ধোয়ায় । বারটেন্ডার তিন পাইন্ট গ্লাসে সৃষ্টি করে শ্যাম্পেন বা হুইস্কি, কিংবা রক্তিম আভার পীচ-ফলের গোলাপি রংধারী ওয়াইনের সমসত্ব রসায়ন । সাথে ডায়েট কোক, অরেঞ্জ জুস আর লেমনেড । তারপর নীল রংগুলি গ্রাস করে অনুভূতিগুলো বিলীন হয় বিস্তীর্ন আকাশের বিশালতায় ।

■■■■■ সন্ধী্প্রকাশ রাগের মুর্ছনায় পশ্চিমাকাশে গোধুলীর লালের রক্তহীন আভায় সন্ধানামে, উচ্চমাত্রার লিগনিন কাঠের শাঁষে আনে কঠোরতা । চাঁদের আলোয় পেঁচার ডাকে অন্ধকারের কারফিউ ভেঙ্গে পথে নামা পারফিউম সুরভিত নিশি কন্যার মসলিন অনুভুতিগুলো হিমাবৃত হয়ে উঠে অবিক্রেয় মজুদের মত, হিংস্র তুফান সমনের রুপালী রাতে, শহরতলীর পান্থাবাসের ভীতিকর নরকে, তীক্ষ্ণচোখে খাদ্য খুঁজতে থাকা নেশাতুর নিমফোম্যানিয়াক ঈগলের চোখের স্খলনে। নিঃসীম নিকষ আধারের বিলাসে নির্বাণোন্মুখ দীপশিখা গুলো যন্ত্রণায় দাঁত ঘষে পরিনত হয় অগ্নিতপ্ত জীবনের থ্যাতলানো মাংশে । অজানা কুমারীর জঠরে সুপ্ত হয় অলস পরজীবি শৈবাল, ভেনাসের পায়ের রক্তজাত শিশিরভেজা গোলাপ মাইক্রো-ওভেনে সেদ্ধ হয়ে জন্মদেয় মৌরি-নিষাদ। ■■■■■■ সারাদিনের রোদের পোড়া শহরের প্রতিটি রোমকুপের চাতক তিয়াশা মিটিয়ে বাসনার অন্তর্বাস খুলে পড়ে কার্নিভালের অবপতনে ।

তবুও, দীপ্ত রংধনুর মতো বর্ণোজ্জ্বল নৈশ বিজ্ঞপ্তির নিয়ন বাতি, কেঁপে কেঁপে ওঠে ঊষাদেবীর প্রাতঃকালীন নৈস্বর্গিক বিবমিষায় । ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।