আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সৌরজগৎ

যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না।  সূর্য, গ্রহ, ধূমকেতু, উল্কা, বামন গ্রহ, গ্রহাণু আর বিভিন্ন চাঁদ নিয়েই সৌরজগৎ গঠিত।  সৌরজগৎ ৪ দশমিক ৬ বিলিয়ন বছর আগে গঠিত হয় বলে বিজ্ঞানীরা দাবি করেন।  বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল গ্রহকে অভ্যন্তরীণ গ্রহ বলে। এদের ‘টেরিট্রেরিয়াল গ্রহ’ বলা হয়।

এরা তুলনামূলক ছোট আকৃতির এবং ধাতু ও শিলা দ্বারা নির্মিত।  বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ বহির্গ্রহ প্রকৃতির। এদের ‘গ্যাস জায়ান্ট গ্রহ’ বলে। এরা আকারে বৃহদাকার। এরা প্রধানত হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসে সৃষ্ট।

 পৃথিবীর আরও দুটি উল্লেখযোগ্য নাম হলো ‘নীল গ্রহ’ ও ‘টেরা’।  গবেষকেরা ও জ্যোতির্বিদেরা ২০০৮ সাল পর্যন্ত সৌরজগতে পাঁচটি বামন গ্রহ শনাক্ত করেছেন।  পাঁচটি বামন গ্রহ হলো: প্লুটো, সেরাস, এরিস, মেইকমেইক ও হাউমেয়া।  সৌরজগতের গ্রহগুলোর মধ্যে শুক্রই একমাত্র গ্রহ, যা কক্ষপথে ঘড়ির কাঁটার দিকে ঘুরে সূর্যকে আবর্তন করে। এ ধরনের আবর্তনকে রেট্রোগ্রেড আবর্তন বলে।

 সূর্য, গ্রহ, ধূমকেতু, উল্কা, বামন গ্রহ, গ্রহাণু আর বিভিন্ন চাঁদ নিয়েই সৌরজগৎ গঠিত।  সৌরজগৎ ৪ দশমিক ৬ বিলিয়ন বছর আগে গঠিত হয় বলে বিজ্ঞানীরা দাবি করেন।  বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল গ্রহকে অভ্যন্তরীণ গ্রহ বলে। এদের ‘টেরিট্রেরিয়াল গ্রহ’ বলা হয়। এরা তুলনামূলক ছোট আকৃতির এবং ধাতু ও শিলা দ্বারা নির্মিত।

 বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ বহির্গ্রহ প্রকৃতির। এদের ‘গ্যাস জায়ান্ট গ্রহ’ বলে। এরা আকারে বৃহদাকার। এরা প্রধানত হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসে সৃষ্ট।  পৃথিবীর আরও দুটি উল্লেখযোগ্য নাম হলো ‘নীল গ্রহ’ ও ‘টেরা’।

 গবেষকেরা ও জ্যোতির্বিদেরা ২০০৮ সাল পর্যন্ত সৌরজগতে পাঁচটি বামন গ্রহ শনাক্ত করেছেন।  পাঁচটি বামন গ্রহ হলো: প্লুটো, সেরাস, এরিস, মেইকমেইক ও হাউমেয়া।  সৌরজগতের গ্রহগুলোর মধ্যে শুক্রই একমাত্র গ্রহ, যা কক্ষপথে ঘড়ির কাঁটার দিকে ঘুরে সূর্যকে আবর্তন করে। এ ধরনের আবর্তনকে রেট্রোগ্রেড আবর্তন বলে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।