আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।
(উৎসর্গ :কনিষ্ঠতম ব্লগার জুমানাকে)
আকাশ বলে--ভুল হয়েছে,করেছি রং দেহের নীল
মানুষ গুলো ঠিক বুঝে যায়,কোনটা তারা কোনটা চিল
ভাবছি এবার বদলাবো রং দিনেরাতে ইচ্ছেমত
মেঘের কালো বাজের আলো,শয়তানরা দেখবে কত!
সূর্য বলে--আলোয় আলো সারা শরীর জ্বলে মরে
তাই দিয়ে গাছ খাবার বানায়,মানুষ তা চুরি করে
ভাবছি এখন ঠান্ডা হবো,মাঝেসাঝে দেব ডুব
ওজন-বাঁধন উধাও হলে বিচ্ছুগুলো জব্দ খুব।
পৃথিবী বলছে এখন--ঘুরেই মলাম সারা জীবন
ভাবছি এবার করব শুরু লাগাতার অনশন
বোমা বানায়,বোমা ফাটায়,আমার কথা ভাবছে কে
ব-ন্- ধ যদি ডেকেই ফেলি,ঠাঁই পাবে ওরা কোনলোকে?
সৌরজগৎ ফুঁসছে রাগে অচল বুঝি হলো সব
যুদ্ধবাজরা শুনছে কি-তা,বৃথা করি কলরব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।