যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে খুব ভোরে বাইরের আলোয় যখন ঝিলমিলিয়ে উঠে আমার চোখ দুটো, না, আর বুঝি অঘটনের দুঃসংবাদের-ধর্ষণের, ক্ষত-বিক্ষত কোন শিশুর দেহের ফুটেজ দেখতে হবেনা আর। বুক ভরে আশা জাগে রাতের সব স্বপ্নই জাল বুনে বাস্তবের; ঠিক একটা নকশী কাঁথার মতোই শিল্পের ছোঁয়ায়, অন্ধকুপে মু্ক্ত হাওয়ার পরশ পাই। আলো যখন তেজদীপ্ত হয়ে উঠে দুপুরের কড়া রোদে বুঝে যাই, স্বপ্ন গুলা স্বপ্নই থেকে গেছে ঠিক যেন নকশী বুনা সুতার মতোই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।