মানুষ মানুষের জ্যন্য রাত্রি আর দিন ভিন্ন, তবু একের কাছে অন্যের কত ঋন ভালবাসি চাদঁকে বেশি কিণ্তু সে মলিন সূযহীন। আবার দ্যাখো- সাগর নদী দুই বিপরীত টান সমহারে ঋন বেধেছে কম বেশি নয়মান (কারন) জোয়াঁড় ভাটার খেলায় ওদের আছে অবদান চিরদিন। তেমনি করে আমি পুরুষ, তুমি নারী দুটি ভিন্ন সত্ত্বা মিলন সুতোয় মন গেঁথে হই এক- অভিন্ন আত্বা আমি ছাড়া তুমি কিংবা তুমি ছাড়া আমি তাই অস্তিত্বহীন। রাত্রি যোগ দিন মিলে হয় গোধুলী বা ভোর তুমি যোগ আমি হলে কি সমীকরন বল কাটেনা যে ঘোর (নদী আর সাগর একদিন মিলবে মোহনায় তোমার আমার মিলন কুটির কোন সে সীমানায়) আপাতত আমি কেন তুমি বিহীন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।