http://profiles.google.com/mshahriar একটা আশ্চর্য জিনিস জানতে পেরে আজকে মনটা ভালো হয়ে গেছে৷ সেই আশ্চর্য জিনিসটা কি সেটা বলার আগে কিছু খাজুরে আলাপ পেরে নিই৷ আজকের মীরাক্কেলটা অন্যদিনের চাইতে বেশি উপভোগ্য ছিলো৷ বেশিরভাগ দিন একজন বা দুইজন ভালো পারফর্মার থাকে, বাকিরা হয় কিছুটা বিরক্তিকর৷ কিন্তু আজ প্রায় সব ভালো পারফর্মার গুলোই একসাথে ছিলো৷ ভিকি-পার্থ যথারীতি তাদের পারফর্মেন্স দিয়ে মন ভরিয়ে দিয়েছে৷ আর পলাশ অধীকারির কথা কি বলবো৷ দুই দুইটা পুতুল বানর নিয়ে এই লোকটা কি অসাধারণ ভেন্ট্রিলোকুইজম করে! সে তার পুতুল বানর দুইটার মধ্যে তো রীতিমতো প্রাণ নিয়ে এসেছে৷ সত্যি সত্যি তার বানর দুইটা দেখলে মনে হয় ও দু'টা জ্যান্ত! একবার কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে আমরা দুই কলিগ বাসের মধ্যে পাশাপাশি বসে কথা বলছিলাম৷ আমার কলিগ চমৎকার কথা বলে, শুনতে ভালো লাগে৷ সেদিন সে কথা বলছিলো আমাদের বাঙালী জাতির ভবিষ্যত নিয়ে৷ আমাদের অথর্বতা, আমাদের চৌর্যবৃত্তি, আমাদের রাজনীতিবিদরা চুরি করার জন্য কেমন মুখিয়ে থাকে, কোথায় কে কবে কতো চুরি করেছে সে সব উদাহারণ সহ বলছিলো সে৷ (আমাদের রাজনীতিবিদদের চুরির খবর প্রতিটা মানুষ জানে, কাজেই সে সব এখানে বিষদ বলার দরকার নেই) তার বক্তব্য শেষ হলে সে আমার দিকে ফিরে বললো, "কি...!!! কি হবে আমাদের? কি হবে এই জাতির?" আমি বললাম, "আমাদের কি হবে সে নিয়ে আমি তেমন চিন্তিত না৷" "মানে?" "পৃথিবী এখন অনেক গ্লোবালাইজড হয়ে যাচ্ছে না? এক দেশ থেকে অন্য দেশে যাওয়া সহজ হয়ে যাচ্ছে৷ বাঙালী এখন পৃথিবীর সব দেশে ছড়িয়ে পড়ছে৷" "হ্যাঁ তো?" "আমার এক বন্ধু কানাডা আছে৷ তার কাছে আমি কানাডা প্রবাসী অনেক বাঙালীর কীর্তিকলাপ শুনতে পাই৷ আমাদের রাজনীতিবিদদের ছেলেপুলেরা সেখানে গিয়ে ভির জমাচ্ছে৷ এরা সেখানে কমিউনিটি তৈরি করছে৷ একদিন এইসব কমিউনিটি বড় হবে, তারপর ওরা সেখানে নরক গুলজার করবে৷ খাবারে ভেজাল মিশাবে, ওষুধে ভেজাল মিশাবে, দুধের সাথে মেলামাইন মিশিয়ে বিক্রি করবে, আবার মেলামাইনের সাথে মিশাবে দুধ৷ চুরি, সে তো করবেই৷ ঐ সব দেশগুলো এখনও ভালো আছে, এখনও ভেজাল টেজাল ওখানে তেমন প্রচলিত হয়নি৷ বাঙালী সেগুলোকে দূষিত করবে৷ বাঙালী যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, দেখা যাবে পৃথিবীতে ভালো বলে কিছু নেই৷ সব ভেজাল, দুই নম্বর৷ না, আমি আমাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত না, আমি পৃথিবীর ভবিষ্যত নিয়ে চিন্তিত৷ এখন অন্তত সান্ত্বনা আছে, পৃথিবীতে ভালো কিছু আছে, তখন আমাদের সেটাও থাকবে না৷" আমার কলিগ খুব হেসেছিলো, সাথে আমিও৷ কিন্তু সত্যিই, পৃথিবী থেকে সব ভালো শেষ হয়ে যাচ্ছে, এ ভাবনা খুব কষ্টের৷ তাই ভালো লাগে যখন জানতে পারি পৃথিবী থেকে সব ভালো শেষ হয়ে যায়নি৷ সে রকম এক ভালো লাগার খবর পড়লাম আজকে৷ আমাদের বাঙালীদের জন্য অতি আশ্চর্যের সে খবর৷ খবরের বঙ্গানুবাদ ফেসবুকে এক কলিগের স্ট্যাটাস থেকে কপি করে দিইঃ "জাপানীদের সততাঃ ভূমিকম্পে হারানো ৭৮মিলিয়ন $ ফেরত দিল সেচ্ছাসেবক দল... "৫ মাস আগেই ভয়ংকর ভূমিকম্প আর সুনামীর আঘাতে ব্যাপকবাভে ক্ষতিগ্রস্ত হয় জাপানের বেশ কিছু এলাকা। এসময় প্রচুর মানিব্যাগ এবং ক্যাশ টাকা রাস্তাঘাট এবং ধ্বংস্তুপ এর নিচে পাওয়া যায়। এই ৫ মাসে ওয়ালেট থেকে পাওয়া অর্থের পরমান প্রায় ৪৮ মিলিয়ন ডলার! "এছাড়াও প্রায় ৫৭০০ টাকা রাখার সেফ বক্স সুনামীতে ভেসে যায় এবং তা থেকে প্রাপ্ত অর্থের পরিমান ৩০ মিলিয়ন $, একটি সেফ থেকেই ১ মিলিয়ন $ এর সমপরিমান অর্থ পাওয়া গিয়েছে। যারা এই অর্থ খুজে পেয়েছিলেন তাদের সবাই জাপান পুলিশের কাছে এই টাকা জমা দিয়েছে। জাপান পুলিশ মানিব্যাগ এবং সেফ এ প্রাপ্ত বিভিন্ন আইডেন্টিটি ডকুমেন্ট এর সূত্র ধরে এই ৭৮ মিলিয়ন $ তাদের মালিকের কাছে ফেরত দিয়েছে। বাকি আরো অনেক অর্থ এখনো আসছে এবং পুলিশ ততপরতা চালাচ্ছে সেগুলো মালিক খুজে বের করার।" কি আশ্চর্য, এমন জাতিও পৃথিবীতে আছে? এমন অদ্ভুত আশ্চর্য জাতি? যে জাতির মানুষ পরে পাওয়া ৭৮ মিলিয়ন ডলার ফেরত দেয়? কোন ধাতুতে গড়া সে জাতি? সালাম, প্রণাম বা আর যা যা কিছু আছে, তার সব, ঐ জাতিকে৷ এদের জন্যই পৃথিবী আছে৷ এদের জন্যই পৃথিবী গর্ব করে বলতে পারে, তার বুকের প্রতিটা দেশই ভাগার নয়৷ মূল খবরের লিঙ্কঃ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।