আমাদের কথা খুঁজে নিন

   

||::শীঘ্রই কমপক্ষে ৬ ঘণ্টার লাইভ অনুষ্ঠান:|

কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমিই কি বুঝি তার কিছু শীঘ্রই কমপক্ষে ৬ ঘণ্টার লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে রেডিও আড্ডা । পৃথিবীর বিভিন্নপ্রান্তে রেডিও আড্ডার জন্য বিশ্ববিখ্যাত সব আড্ডাবাজদের কাছে আড্ডার আওয়াজ দেয়া হয়েছে। শিক্ষানবিশ আড্ডাবাজ পেশাজীবী চাপাবাজ ওরফে হবু আরজেদের ফোনোপেইনে রেডিও আড্ডা রীতিমতো অস্থির। শত শত আড্ডাবাজ গায়ে পড়ে রেডিও আড্ডার আস্তানায় এসে হাজির হচ্ছে। সেখানেই ওরা কেউ উজির কেউ নাজির মারা শুরু করছে।

চেয়ারস্বল্পতার কারণে রেডিও আড্ডা ওদের বসার জায়গা দিতে ব্যর্থ হলেও ওরা ফ্লোর বা মেঝেতেই ইরানি কার্পেটের আমেজে বসে পড়ছে, হুড়োহুড়ি করে, ধরমর করে যে যার মতো করে জায়গা দখল করে চলেছে। ‘আগে আসলে আগে পাবেন’ এরকম কোনো নোটিশ-টোটিশ ঘুণাক্ষরেও রেডিও আড্ডা পৃথিবীর কোনো প্রচারমাধ্যমেই প্রচার করেনি, অথচ ওরা, মানে বেপরোয়া আরজেরা রীতিমতো স্লোগান দিচ্ছে। সকলের কণ্ঠে একই আওয়াজ আমি আগে আসছি। আমি আগে আসছি। রেডিও আড্ডা ভেবে পাচ্ছে না কাকে রাখবে, কাকে ছাড়বে, কাকে মারবে, কাকে ধরবে, কাকে কান ধরে বের করে দেবে, কাকে নাকে খত দিয়ে পুরো বাংলাদেশ ঘুরাবে! যাই হোক, পৃথিবীর আড্ডাবাজদের একমাত্র আড্ডাস্তানা রেডিও আড্ডার সঙ্গে থাকুন, জাগ্রত অবস্থায় থাকুন, ঘুমন্ত অবস্থায় থাকুন।

রেডিও আড্ডা নিয়ে স্বপ্ন দেখেন। কিন্তু সাবধান কিছুতেই দুঃস্বপ্ন দেখার চেষ্টা করবেন না। যত পারুন, চশমা পরুন, আর না পরুন, স্বপ্ন দেখুন। স্বপ্ন দেখা অনেক অনেক স্বপ্নের বিষয়। স্বপ্ন দেখলেই বাস্তব দেখা শুরু হয়।

যেমন আমরা শুরু করছি। আপনি সঙ্গে থাকুন। রঙে থাকুন। আনন্দে থাকুন। আড্ডায় মাতুন।

এবং পৃথিবীজুড়ে জমুক আড্ডা জমজমাট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.