রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে... আজই নোকিয়া বাজারে আরো দুটি ফোন ছাড়ার ঘোষণা দিয়েছে। নোকিয়া জানিয়েছে আশা ২০৫ ও ২০৬ এ বছরের শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে। বিশেষ করে আশা ২০৫কে নোকিয়া "সর্বাধিক সোশ্যাল" আশা ফোন বলে দাবি করছে। মূলত, মেসেঞ্জিং এবং সোশ্যাল মিডিয়াকে লক্ষ্য করেই আশা ২০৫ বাজারে ছাড়া হবে বলে নোকিয়া জানিয়েছে। কোয়ের্টি কিবোর্ডযুক্ত এই ফোনটিতে সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেইসবুকের জন্য ডেডিকেটেড বাটন থাকছে, যা দিয়ে ফোন ব্যবহারকারীরা খুব সহজেই তাদের ফেইসবুক একাউন্ট এক্সেস করতে পারবেন। আশা ২০৫ এবং ২০৬ এ সাধারণ ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকলেও কোন ওয়াই-ফাই সুবিধা থাকছেনা। তবে দুটো মডেলেই এক বা একাধিক সিমকার্ড ব্যবহারের জন্য দুটো ভার্সন থাকছে। সবকিছু মিলিয়ে দুটো ফোনের দামই সবার ক্রয় সীমার মধ্যে রাখা হয়েছে। তথ্যসূত্রঃ ই-ডার্টস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।