ত্রিডি টেলিভিশন তো বাজারে এসেছে সেই কবে। এবার আসছে ত্রিডি মোবাইল। সম্প্রতি LG এর পিটার কুইবিক এমনই একটি ত্রিডি মোবাইলের ধারণা দিয়েছেন। এই নতুন ত্রিডি মোবাইলে থাকবে একটি ত্রিডি গ্লাস যার মাধ্যমে মোবাইলের ইমেজকে ত্রিমাত্রিক ছবি হিসেবে দেখাবে আর এর এক্সপানডেবল স্ক্রিনের দরুন ৬৬×১৩৩×১৪মিমি মোবাইল স্ক্রিনটাকে প্রয়োজনে ১৭৭×১০৪মিমি পর্যন্ত বড় করা যাবে। ত্রিডি এই মোবাইলটির স্ক্রিনটা ফটোভলটিক, তার মানে সূর্যের আলো থেকেই প্রয়োজনীয় চার্জ নিয়ে নিবে। আর WiFi, Bluetooth, mini USB port, স্পিকার, ত্রিডি স্ক্যানার তো থাকছেই।
কি দারুন না? কিন্তু এই মোবাইলের ত্রিডি ভিউ ছবি দেখতে আপনাকে মোবাইলটির সাথে সংযুক্ত বিশেষ ত্রিডি চশমা পড়তে হবে। হয়তো একদিন আসবে যখন ত্রিডি চশমা ছাড়াই মোবাইলে ত্রিমাত্রিক ছবি দেখা যাবে। সেইদিন কি খুব বেশি দূরে? প্রযু্ক্তি যেভাবে এগোচ্ছে সেইদিনটাও হয়তো খুব বেশি দূরে নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।