আমাদের কথা খুঁজে নিন

   

'রাজধানীতে যৌথবাহিনীর শীঘ্রই অভিযান'

শীঘ্রই রাজধানীতেও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম। গোয়েন্দা পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে গতকাল সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মনিরুল ইসলাম বলেন, ঢাকার বাইরে সহিংসতাকারীদের গ্রেফতারে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান হয়েছে, ঢাকায়ও এমন অভিযান চালানো হতে পারে।
এ ছাড়া মতিঝিল এলাকায় ১৩ ডিসেম্বর গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তিনজনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাদের পরিচয় জানানো হয়নি।

তিনি জানান, তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা করে মতিঝিলের ঘটনায় ১৫ ডিসেম্বর ১১ জনের ছবি দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয় পুলিশ।

মনিরুল ইসলাম বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করছে। এর মধ্যে তিনজনের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া গেছে। এসব তথ্য যাচাই শেষে তথ্যদাতাদের পুরস্কৃত করা হবে।
মতিঝিলের তাণ্ডবে অংশ নেওয়া তিনজনের পরিচয় পেয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, এই হামলার সঙ্গে জড়িতদের বেশিরভাগের ছবি পুলিশ সংগ্রহ করতে পেরেছে।

জনসাধারণের দেওয়া তথ্যে এদের মধ্যে তিন জনের নাম পরিচয় মিলেছে।

গত শুক্রবার জুমার নামাজের পর মতিঝিল, ফকিরাপুল, এজিবি কলোনি এলাকায় অতর্কিত হামলা চালিয়ে অসংখ্য গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। ১০ থেকে ১৫ মিনিটের তাণ্ডবে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়। ঘটনার দুইদিন পর শনিবার ওই তাণ্ডবে জড়িতদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ।  
ডিসি মাসুদুর রহমান জানান, যাচাইয়ের পর তথ্য সঠিক প্রমাণিত হলে তথ্যদাতাদের প্রতিশ্রুত পুরস্কারও দেওয়া হবে।

তথ্য দিয়ে সহায়তাকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.