আমাদের কথা খুঁজে নিন

   

মুক্ত লিবিয়া। মুক্তিকামি আরব জনতার আরেকটি বিজয়

তিউনিশিয়া, মিশর এর পর অবশেষে লিবিয়া। তবে বহু রক্ত ঝরার পর। গত রাতে বিদ্রোহী সেনারা বাব আল আজিজিয়া দখলে নিয়ে নেয়। এরপর সেখানে বিজয়-উল্লাসে ফেটে পড়ে তারা। এ রাতে আনন্দে ঘুমহীন কাটিয়েছে রাজধানী ত্রিপোলি।

বিদ্রোহী সেনারা ওই দুর্গে প্রবেশ করেই লুট করে সামরিক অস্ত্রাগার। ভেঙে ফেলে কর্নেল গাদ্দাফির সব স্মৃতিচিহ্ন। একপর্যায়ে দেখা যায়, গাদ্দাফির ভাস্কর্যের মস্তক নিয়ে তা মাটিতে ফেলে পা দিয়ে মাড়াচ্ছে তারা। গাদ্দাফির ঐতিহাসিক সামরিক ক্যাপটিও তারা নিয়ে নেয়। এ সময় গ্রিন স্কোয়ারে নামে জনতার ঢল।

তারা নতুন তিন রঙের পতাকা উঁচিয়ে, আকাশে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করতে থাকেন। আনন্দে নাচতে থাকেন অনেকে। কোলাকুলি করে বিনিময় করে নতুন দিনের স্বপ্ন। বিবিসি, সিএনএন তাদের নিয়মিত অনুষ্ঠানমালা স্থগিত করে সরাসরি দেখাচ্ছে সে দৃশ্য। এই লিবিয়া তিউনিশিয়া, মিশরের mass public uprising এ মোল্লাতন্ত্রের কোন ভুমিকাই ছিলনা।

এখন সামরিক বাহিনী সহ সব কিছু গনশক্তির নিয়ন্ত্রনে, সেখানে প্রেস ফ্রীডম ফিরে আসছে, নির্বাচনের ব্যাবস্থা করা হবে, Radical মোল্লাতান্ত্রীকদের সপ্ন শেষ। এরপর সিরিয়া, আলজেরিয়া, গালফ স্টেটস তার পর হবে সৌদিআরব আরব একনায়ক, বাদশাহ দের বিদায় ঘন্টা কি বাজলো ?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.