আমাদের কথা খুঁজে নিন

   

কালো মেয়ে

কালো মেয়ে যতই বলুক লোকে তোমায় বড্ড বেশী কালো, আমার চোখে তুমিই যেগো সবার চেয়ে ভালো। বারান্দার ঐ আঁধার কোণে দাঁড়িয়ে যখন থাকো, দু’চোখ ভরে দেখি তোমায় বুঝতে পারোনিকো। বৃষ্টিভেজা এক বিকেলে দৃষ্টি উদাস বিষণ্নতায়, দাঁড়িয়ে ছিলে জানালা ধরে, মুগ্ধ দেখে তোমায়। অন্ধকারেও বুঝতে পারি তোমার চোখের আলো, কালো মেয়ে ভালবাসার এ কোন প্রদীপ জ্বালো! মেঘকালো ঐ বাহারি চুল উড়লো নাহয় বাতাসে, আঁটসাঁট ঐ শাড়ীর আঁচল পেলো একি সর্বনাশে! অপলকে তাকিয়ে থাকি চোখ ফেরেনা অন্যদিকে, কালো মেয়ের গাঢ় রঙ মনের কাছে হয়না ফিকে। লোকচক্ষু ফাঁকি দিয়ে আর কতকাল দেখবো বলো, বলবো তোমায় মনের কথা লুকোচুরি অনেক হলো। কালো মেয়ে বলছি শোন আর থেকোনা আঁধার কোণে, ভালবাসায় বাঁধবো তোমায় থাকবে তুমি আমার মনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.