বাংলাভিশন ছাড়ছেন ছয় সংবাদকর্মী। এরা সবাই এফবিসিসিআই’র সভাপতি এ কে আজাদের চ্যানেল টোয়েন্টি ফোরে যাচ্ছেন।
জানা যায়, ইতোমধ্যে বাংলাভিশনের বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম ও যুগ্ম বার্তা সম্পাদক মিজানুল ইসলাম তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি চারজন দেবেন ঈদের পর। তবে এদের একজন দুই-একদিনের মধ্যে পদত্যাগ করতেও পারেন বলে বাংলাভিশনের একটি সূত্র জানায়।
এদিকে টোয়েন্টি ফোরের একটি সূত্র বার্তা২৪ ডটনেটকে জানায়, চ্যানেলটি তাদের লোকবল গুছিয়ে আনছে। এ ব্যাপারে চ্যানেলটির নির্বাহী পরিচালক হাসনাইন খুরশেদ আঁটগাঁট বেঁধে মাঠে নেমেছেন। এতে তিনি সফলও হয়েছেন। জানা যায়, দেশ টিভি থেকে অন্তত তিনজন সিনিয়র সাংবাদিক টোয়েন্টি ফোরে যাচ্ছেন। তাদের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়েছে হাসনাইন খুরশেদের।
ঈদের পরেই তারা দেশ টিভি ছাড়বেন। এনটিভি থেকেও কয়েকজন যাচ্ছেন চ্যানেল টোয়েন্টি ফোরে। ব্যক্তিগত সম্পর্কের কারণে হাসনাইন খুরশেদ এদের এক জায়গায় করতে পারছেন বলে জানায় চ্যানেল টোয়েন্টি ফোরের একজন বার্তা সম্পাদক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।