^^^^^^^^^
গতকাল সকালে নাস্তাটা হাতে নিয়ে টেলিভিসন ছেড়ে বসছি মাত্র। এদিক সেদিক ঘুরিয়ে দেশের চ্যানেল "বাংলাভিশনে" এসে থামি। তখন বাংলাভিশন আর রেডিও টুডে'র যৌথ একটা অনুষ্ঠানের পুনঃপ্রচার চলছিল যেটি আগের রাতে মানে মহান ২১শে ফেব্রুয়ারি তারিখে প্রচার হয়েছে। মিউজিক শো'টির নাম ছিল Music2gether , এক ভিজে আর এক আরজে মিলে শো উপস্থাপনা করছিল।
একের পর এক ফোন কল আসছে আর বিভিন্ন অনুরোধের গান চালানো হচ্ছে। এর মাঝে এক দর্শক আধা ইংরেজি আধা বাংলায় একটি ইংরেজি গান চালানোর জন্য অনুরোধ করলেন, উপস্থাপিকা একটু দুঃখিত গলা করে বললেন তার স্টকে কোন ইংরেজি গান নেই তবে পাকিস্তানি একটা ট্র্যাক আছে!
এরপর শুরু হয় "ফাকির" নামে এক গায়কের "মাহিভে......"র তালে নাচ.........!
আমার মাথায় আসেনি কেন মহান ২১শে ফেব্রুয়ারির দিনে বাংলাদেশের কোন চ্যানেলে উর্দু গান বাজবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।