প্রিয় ব্লগারগন,
প্রথমেই শুভেছা রইল। আমি মূলত ফ্রিল্যান্সিং বিষয়ে জানতে চাচ্ছি। আমার এই পোস্টটি একই সাথে অন্যান্য ব্লগএ ও প্রকাশিত হচ্ছে।
আমি oDesk, Freelancer জাতীয় ওয়েব সাইট এ কাজ করতে চাই। আমি HTML,CSS এর কিছু কাজ পারি কিন্তু এসবের প্রয়োগ পারিনা।
HTML ও CSS আমি w3schools.com থেকে শিখেছি কিন্তু ধৈয্যের অভাবে পুরপুরি শিখে উঠতে পারিনি। মূলত আমার প্রশ্নটি হলঃ ঢাকায় এমন কোন ভালো প্রতিষ্ঠান আছে কি যেখানে ভালো ওয়েব ডিজাইন শেখায় এবং ফ্রিল্যান্সিং বিষয়ে সাধারণ ধারনা দেয়া হয়? এ বাপারে আমি অনেকের সাথে কোথা বলেছি এবং অনেকেই বলেছেন w3schools.com থেকে HTML, CSS ও JavaScript শিখে oDesk, Freelancer + + এ কাজ চালানোর মতো কাজ করা যায়। কিন্তু আমি কোন প্রতিষ্ঠান থেকে কাজ শিখতে চাচ্ছি তার কারন হল এতে করে আলোচনার জন্য অনেক মেট পাওয়া যাবে একই সাথে সঠিক গাইড লাইন পাব। আমি সময় নিয়ে কাজ শিখে তারপর কাজ করতে চাই। আবার বলছি আমি পর্যাপ্ত সময় নিয়ে কাজ শিখে তারপর কাজ করতে চাই।
ও আরেকটা প্রশ্ন, ওয়েব ডিজাইনের হলে হলে HTML, CSS ছাড়া আর কি কি জানতে হবে?
কার এমন প্রতিষ্ঠানের ঠিকানা অথবা ওয়েব লিংক জানা থাকলে অনুগ্রহ করে জানান। অথবা কেই ব্যক্তিগত ভাবে শেখাতে চাইলে জানান তবে আজকাল ঢাকার রাস্তায় তো অনেক রকমারি বিজ্ঞাপন দেখা যায় যাতে লেখা থাকে ইন্টারনেট এ আয়ের কৌশল শেখানো হয়। আমি কোন শর্ট টাইম আয়ের শর্ট কৌশল শিখতে চাইছি না। পরিপূর্ন ভাবে কাজ শিখে আয় করতে চাই।
ধন্যবাদ,
আদনান মাহমুদ
মিরপুর, ঢাকা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।