মরি! মরি! এখন নাকি সময় ভালবাসার এখন নাকি সময় কাছে আসার মাঝ রাতে কে তুমি ঢালপালাহীন সলাজ পাখি সময় আর কুহকের সঙ্গে বসবাস আমার ভেজা মেঠোপথ। কষ্টের নিরবতা বা অগোছালো নস্টালজিয়া সবই অভিমানী পরস্পরা নিরাসক্ত দু’চোখ এখনো মধ্যরাতে ঘুম ভাঙে আলবোলে ফরাশ কর্দমাক্ত প্রহর অথবা না বলা কথা অগোচরে মুখোমুখি। এখনো কোকিল অন্য সুরে কাঁপায় দক্ষিণা বায়ু তবু থাকেনা কিছু বলার শুধু ধু ধু প্রান্তর কৃষ্ণরাও একদিন প্রেম ছাড়া ভাল থাকে বুঝতে না দেয়ার মাঝে স্বে”চা নির্বাসন তাতে মন্দ কী? নিকৃষ্ট পুরুষে সমর্পন আর মাংসের চাহিদা দ্বিমুখী তত্ত্ব ভালবাসা আজ কালো বোরকায় ডাকা মধ্যযুগীয় অন্ধকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।