আমাদের কথা খুঁজে নিন

   

পর্নোগ্রাফি তৈরির অভিযোগে অধ্যক্ষ আটক

চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে দিয়ে পর্নোগ্রাফি তৈরি ও ব্ল্যাক মেইলিংয়ের অভিযোগে রাজশাহীর বাগমারা আদর্শ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মেহেদী হাসানকে (৩৬) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক মেহেদী হাসান বাগমারা উপজেলার ভবানীগঞ্জের রুপম আলীর ছেলে। রোববার র‌্যাব-৫ এর সদস্যরা পর্নো সিডি (কমপ্যাক্ট ডিস্ক) ও কম্পিউটারসহ তাকে বাগমারা থেকে আটক করে রাজশাহী নিয়ে আসে। পরে বিকেলে তাকে র‌্যাব-৫ এর কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। খবর বাংলানিউজের।

এ সময় র‌্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আনোয়ার সাংবাদিকদের জানান, বাগমারা আদর্শ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মেহেদী হাসান চাকরির প্রলোভন দেখিয়ে মেয়েদের সাথে প্রথমে দৈহিক সম্পর্ক গড়ে তোলে ও গোপনে তা ভিডিও করে রাখে। পরে এসব অশ্লীল ভিডিও চিত্রের সিডি তৈরি করে। এখানেই শেষ নয়, ওই সিডি বাজারে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে দৈহিক সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করে একাধিক মেয়েকে। এভাবেই তিনি দীর্ঘ দিন থেকে মেয়েদের ব্ল্যাকমেইল করে আসছেন। মেজর আনোয়ার বলেন, এমনি এক ঘটনার শিকার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সহোদর দুই বোন।

তাদের উভয়ের সাথেই লম্পট মেহেদী হাসান চাকরির প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে এবং গোপনে তার ভিডিও চিত্র ধারণ করে। পরে গোপন ভিডিও চিত্র দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করে এবং তাদের জীবন নষ্ট করবে বলে হুমকি দেয়। এমনকি মেহেদী হাসান ভিডিও চিত্রগুলি সিডি আকারে প্রকাশ ও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয়-ভীতি দেখায় তাদের। তার এই অনৈতিক কর্মকাণ্ড এটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার হুমকির কারণে এক বোনের সংসার ভেঙ্গে যায় ও ডিভোর্স হয়ে যায়।

অপর বোন সংসার ভেঙ্গে যাওয়ার ভয়ে এলাকা ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হয়। পরে ওই সহোদরের পরিবার র‌্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পে অভিযোগ করে। এ অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল মেহেদী হাসানকে একটি সিডিসহ হাতেনাতে আটক করে। পরে আটক মেহেদী হাসানের দেওয়া তথ্যানুযায়ী রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় তার ভাড়া বাসা থেকে আরো অশ্লীল ভিডিও চিত্র ধারণকৃত কম্পিউটার, ল্যাপটপ, সিডি ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.