আমাদের কথা খুঁজে নিন

   

চারদিন বন্ধ থাকার পর টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে বাস চলাচল শুরু \ টানা বর্ষণ ও যানজটের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ

টানা চারদিন বন্ধ থাকার পর ঢাকাÑটাঙ্গাইল মহাসড়কে গত বুধবার ভোর থেকে বাস চলাচল শুরু হয়েছে। ভাঙ্গা রাস্তা ও প্রবল বর্ষণকে সাথে নিয়ে বাস চলাচল শুরু হলেও সকাল থেকেই শুরু হয়েছে তীব্র যানজট। একযোগে সকল বাস চালকরাই ঢাকা উদ্দেশ্যে বেরোনোর প্রস্তুতি নেওয়ায় টাঙ্গাইল বাসস্ট্যান্ড পারি দিতেই এক ঘন্টা সময় লাগেছে। বাস চালকরা অভিযোগ করে বলেন, সড়ক সংস্কারের কোন উদ্যোগ ছাড়াই এই সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচুড়ার কারণে স্থানে স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে।

ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ীগুলো টাঙ্গাইল পৌঁছতে ৫-৬ ঘন্টা সময় লেগেছে। অপরদিকে সড়ক সংস্কারের কোন কাজ শুরু না হওয়ায় শ্রমিক ও মালিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সড়ক সংস্কার ও ঢাকা-টাঙ্গাইল সড়ক চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন। এদিকে প্রবল বর্ষণ অন্যদিকে ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করতে সীমাহীন দুর্ভোগে পোতে হচ্ছে যাত্রীদের। টাঙ্গাইল থেকে ঢাকা পৌছতে ৭/৮ ঘন্টা সময় লেগেছে।

এদিকে গত মঙ্গলবার রাত থেকে একটানা বর্ষণে রাস্তা আরও বেহাল অবস্থা আরো করুণ আকার ধারণ করেছে। বিভিন্ন স্থানে গাড়ির চাকা ফেসে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইল বাস টার্মিণালে গিয়ে দেখা যায়, ঢাকাÑ টাঙ্গাইল রুটে একমাত্র গেটলক সার্ভিস নিরালা পরিবহনের কোন গাড়িই টার্মিনালে নেই। কাউন্টার থেকে জানানো হয় এই সার্ভিসের ৩০টি গাড়িই রাস্তায় যানজটে আটকা পড়ে আছে। টাঙ্গাইল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু বলেন, গাড়ি বন্ধ রাখায় জনসাধারণের একরকম দুর্ভোগ পোহাতে হয়েছে ।

আবার চালু করায় যানজটে আটকে আরেক রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.