শনিবার গভীর রাতে গৌরনদী থানার সাকুকাঠি গ্রামের দক্ষিণ মোল্লাবাড়ী এলাকার আনিস মোল্লার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবী আক্তার দীপা (২৮) গৌরনদী থানার সাকুকাঠি গ্রামের হায়দার মাস্টারের মেয়ে। আনিস মোল্লা দীপার মামা।
মীমের বাবা আমিরুল ইসলাম সাভার সদর ইউনিয়নের দেওগাঁ মহল্লার বাসিন্দা। মঙ্গলবার বিকাল থেকেই সে নিখোঁজ ছিল।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতেই শিশুটির মা পোশাকশ্রমিক আসমা বেগম বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন।
দীপাকে নারী পাচারকারী দলের সদস্য বলে ধারণা করছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শিশুটির মা আসমা বেগম জানান, গত ২১ জুলাই মিরপুরে কারখানা থেকে কাজ শেষে সাভারের বাসায় ফেরার পথে অসহায় ও আশ্রয়হীন দীপা তার কাছে আশ্রয় চায়। পরে তাকে বাসায় নিয়ে আসেন আসমা।
গত মঙ্গলবার দীপা ও মেয়েকে বাসায় রেখে কাজে যান। ফিরে এসে আর তাদের পাননি বলে জানান আসমা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।