অন্যায়ের বিরোধে প্রতিবাদি হতে চাই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের ‘গণজাগরণ চত্বর’-এ নানা বয়েসী নানা পেশার মানুষ একাত্মতা ঘোষণা করছেন।
প্রতিবাদকারীর তালিকায় এবার যোগ দিয়েছেন আলেয়া নামে এক ভিখারিণী।
প্রতিবাদ মঞ্চের পশ্চিম পাশে ‘রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি ছাড়া ঘরে ফিরবো না’ এমন স্লোগান লেখা ফেস্টুন গায়ে দিয়ে শুয়ে আছেন আলেয়া। পাশে এক টুকরো ছিন্ন পাউরুটি।
আলেয়া বাংলানিউজকে বলেন, “চারদিন ধরে ভিক্ষা করি না।
আমার তো সামর্থ্য নাই ঘৃণ্য রাজাকারদের ফাঁসির জন্য আদালতে যাওয়ার। তাই, চারদিন ভিক্ষা বন্ধ করে শুয়ে প্রতিবাদ করছি। ফাঁসি না হওয়া পর্যন্ত ভিক্ষা করতে যাবো না। প্রয়োজনে না খেয়ে থাকবো। ”
কারা যুদ্ধাপরাধী এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘কাদিরা, মুজা, আজিম এরা ৭১-এর রাজাকার।
”
তাদের চেনেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ছবি দেখছি। তবে কাছে পাইলে জুতা পেটা করতাম। তারা এত মানুষরে কষ্ট দিছে!”
কথার একপর্যায়ে আবেগে ভিখারিণী আলেয়ার দু’চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।