আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ সিনিয়র অফিসার, অফিসার, এম.টি.ও, প্রবেশনারি অফিসার ( পর্ব ০২)

কামরুল কেমিস্ট ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ সিনিয়র অফিসার, অফিসার, এম.টি.ও, প্রবেশনারি অফিসার ( পর্ব-০১) আগে শুধু এম. সি. কিউ অংশ নিয়ে প্যাকপ্যাক করেছিলাম। কিন্তু কোন ব্যাংকে কোন ধরনের এম. সি. কিউ পরিক্ষা নেয় তা বলা হয় নি। আমি প্রথমে সরকারি ৪ টি ব্যাংক এর এম. সি. কিউ নিয়ে বলতে চাই। সরকারি ৪ ব্যাংক হল ১. সোনালি ২. জনতা ৩. অগ্রণী ৪. রূপালি সোনালি ব্যাংকঃ সোনালি ব্যাঙ্কের শেষ পরীক্ষায় শুধু লিখিত হয়েছে কোন এম. সি. কিউ দেয়া হয় নি। কিন্তু তার আগের পরিক্ষা গুলোতে এম. সি. কিউ ছিল ১০০ মার্ক, সময় ৬০ মিনিট।

প্রশ্নের ধরন আগে যেমন বলেছিলাম। তবে সাহিত্য থেকে ১০ টি প্রশ্ন এসেছে। সাহিত্যের প্রশ্ন গুলো সহজ ছিল, গতানুগতিক। মার্ক বণ্টন হল ইংরেজি-৩০, বাংলা-২০, গনিত-১৫,সাধারন জ্ঞান- ২০, কম্পিউতার-১৫। জনতা ব্যাংকঃ জনতা ব্যাংকে নেগেটিভ মারকিং ০.২৫ , তাই আন্দাজে না লাগানোই ভাল।

এম. সি. কিউ ছিল ১০০ মার্ক, সময় ৬০ মিনিট। মার্ক বণ্টন হল ইংরেজি-২৫, বাংলা-২৫, গনিত-২৫,সাধারন জ্ঞান- ২০, কম্পিউতার-৫। প্রশ্নের ধরন আগের মত, ইংরেজি সব স্পেলিং,সিননিম , এন্তনিম, এনালজি, প্রি- পজিসান, এর বাইরে আর কিছুই দেয় নি। আর অংক গুলো অষ্টম শ্রেণির ইংলিশ ভারসান। অগ্রণী ব্যাংকঃ নেগেটিভ মারকিং নাই ।

আগে এম. সি. কিউ ছিল ৬৪ মার্ক, সময় ৫০ মিনিট। কিন্তু শেষ পরীক্ষায় ওরা শুধু এম. সি. কিউ পরীক্ষা নেয়। এম. সি. কিউ ছিল ৭৫ টি। নেগেটিভ মারকিং এবার থাকতে পারে। শেষ পরীক্ষার মার্ক বণ্টন হল ইংরেজি-২০, বাংলা-১০, গনিত-১৭, অর্থনীতি- ১৩, সাধারন জ্ঞান-৪, কম্পিউতার-১১।

সামনের নিয়োগ পরীক্ষায় ওরা কিছু পরিবর্তন আনবে বলা হচ্ছে। সম্বভত এম. সি. কিউ ১০০ মার্ক করবে। রূপালি ব্যাংকঃ নেগেটিভ মারকিং ০.২৫। প্রশ্নের ধরন খুবই মজাদার। এম. সি. কিউ ৬৪ মার্ক, সময় ৬০ মিনিট।

মার্ক বণ্টন হল গনিত-১৫, ইংরেজি-১৫,সাধারন জ্ঞান- ১৫,বাংলা-১৫ , বর্ণনা মূলক গনিত ( পার্ট – ০১)-০৪। বর্ণনা মূলক গনিত ( পার্ট – ০১) এ একটি প্রশ্ন থাকে, প্রথমে অংক টি সল্ভ করতে হয়। পরে উত্তর অনুযায়ী এম. সি. কিউ দাগাতে হয়। আজ আর নয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.