সামুতে সেফ হবার জন্য সংগ্রাম করছি! দোয়া করবেন! পেপারে ১৮ই মার্চ,২০১৩তে ছাপা হওয়া নিউজগুলোর মধ্যে নিঃসন্দেহে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেইলি স্টারে ছাপা হওয়া প্রতিবেদনটি। জুলফিকার আলি মানিক ভাইয়ের লিখা অনুসন্ধানী এই রিপোর্টটি চমৎকারভাবে জামাতিদের নোংরা মানসিকতা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়া হয়েছে। একটাই আফসুস,নিউজটা ইংরেজিতে করা। এইদেশের বেশিরভাগ মানুষ হয়তো ইংরেজিভীতির কারণে এতো সুন্দর একটা রিপোর্ট পড়বে না। বাংলা পেপারগুলো অতি দ্রুত এর অনুবাদ করে পাবলিশ করুক,এই আশা করি।
সেটা যতক্ষণ না হচ্ছে, আমি খুব খুব সংক্ষেপে এই রিপোর্টটার সামারি বাংলাতে এখানে লিখে রাখছিঃ
# পবিত্র কাবা শরীফের গিলাফ পরিবর্তনের ছবি ফটোশপ করা হয়েছে। এর বদলে দিয়ে দেখানো হয়েছে আলেমদের নির্যাতনে কাবার ইমামদের মানববন্ধনের ছবি হিসাবে। শুধু সেটাই না,মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু কিংবা রামুতে বৌদ্ধ মন্দিরের ঘটনাতেও একই ভাবে ফটোশপ করা বিকৃত ছবি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।
#উপরের সবগুলো ঘটনায় একটা কমন ব্যাপার, বিকৃত ছবি মানুষের মোবাইলে ব্লুটুথ দিয়ে ছড়িয়ে দেয়া হয়েছিল। ফেবু-ব্লগে একটা সুবিধা হচ্ছে আপনি ভুল কিছু বললে পার পাবেন না, সাথে সাথে কেউ এসে তথ্যপ্রমাণ হাজির করবে।
কিন্তু ইন্টারনেটবিহীন সাধারণ মানুষের তাদের মোবাইলে আসা ছবির সত্য-মিথ্যা জাজ করতে পারে না। আর এটাকেই ব্যাবহার করে দেশের প্রত্যন্ত প্রান্তে ধর্মকে পুঁজি করে নোংরা সংঘাত তৈরি করা হয় ।
# উপরের সবগুলো ঘটনাতেই সরাসরি জড়িত ছিল কয়েকটা ফেসবুক গ্রুপ এবং পত্রিকা। সেগুলোর নাম সবাই জানে। এবং সবগুলো ঘটনা যে মিথ্যা এবং ভুয়া সেটা এই অনলাইন থেকেই সাথে সাথে যুক্তিসহ হাজির করা হয়েছিল।
কষ্টের কথা,জামাতি পত্রিকা ফটোশপ করা মিথ্যা ছবি তাদের পেপারে বড় বড় হেডলাইন দিয়ে ছাপাতে পারে,সাধারণ মানুষ সেটা পড়ে বিভ্রান্ত হয়। অথচ তথাকথিত ভালো ভালো কোন পত্রিকাই অনলাইনে তরুণদের এই হাতেনাতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া ভুয়া ছবির কথা পাবলিশ করে সাধারণ মানুষের সেই বিভ্রান্তি দূর করে না। অনলাইন কমিউনিটি অনলাইনে ফাইট করে স্ট্যাটাস আর পোস্ট লিখে, মেইনস্টিম মিডিয়ায় কিন্তু সত্যিকারের পেশাদার সাংবাদিকদেরই ফাইট করতে হবে এইসব মিথ্যার বিরুদ্ধে। ব্লগ আর ফেসবুক নিয়ে বাংলাদেশে কয়জনের আইডিয়া আছে?মেইনস্টিম মিডিয়ার দায়িত্ব তাই অনেক বেশি। ডেইলি স্টার সাহসের সাথে এই কাজটা করেছে,বড়সড় একটা ধন্যবাদ তাদের পাওনা থাকলো।
মূল রিপোর্টের লিঙ্কঃ Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।