আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা চলচ্চিত্রের নায়ক সালমান শাহ

৯০-এর দশকে যখন বাংলা চলচ্চিত্র তার ক্রান্তিকাল অতিক্রম করছিল তখন পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ঢালিউডে এলেন এবং জয় করলেন সবার হৃদয়। সিনেমা হল বিমুখ বাঙালিদের আবারো হলমুখী করতে যার অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয় তিনি বাংলা চলচ্চিত্রে আলোচিত এক নায়ক সালমান শাহ। আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়।

ছোট ভাই শাহরান চৌধুরী ইভান। নানাবাড়ি সিলেটে তার জন্ম। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি অভিনয়ের ওপর দুর্বল ছিলেন। নবাগত নায়িকা মৌসুমীর সঙ্গে প্রথম ছবিতে জুটি বাঁধলেও পরবর্তীতে শাবনূরের সঙ্গে জুটি গড়ে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দেন সালমান। ১৯৯৩ সালের ২৫ মার্চ ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর মাত্র ৪ বছরের মধ্যেই করে ফেলেন ২৭টি ছবি।

তবে কি এক অজানা দুঃখবোধ হয়তো জড়িয়ে ছিল সালমান শাহকে। আর তাই তো অভিমান করে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর থামিয়ে দিলেন জীবন রথ। মাত্র ২৭ বছর বয়স ছিল তার তখন। তার মৃত্যু নিয়ে হাজারো বিতর্ক থাকলেও সালমান শাহ’র অকালে চলে যাওয়া যে ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি, তা নিয়ে কারোর মধ্যেই কোনো দ্বিমত নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.