আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্রের তিন দিকপালের জন্মদিন আজ

বুকের ভেতর বহু দূরের পথ... বিশ্ব চলচ্চিত্রের ত্রিরত্নের জন্মদিন আজ। ইরানের কিংবদন্তী চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামি, হলিউডের খ্যাতনামা ফিল্মমেকার বিলি ওয়াইল্ডার আর মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। আব্বাস কিয়ারোস্তামি আব্বাস কিয়ারোস্তামির জন্ম ১৯৪০ সালের ২২জুন, তেহরানে। কিয়ারোস্তামি নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- ক্লোজআপ (১৯৯০), থ্রৌ দ্য অলিভ ট্রিজ (১৯৯৫) টেস্ট অব চেরি (১৯৯৭), দ্য উইন্ড উইল ক্যারি আস (১৯৯৯), এবিসি আফ্রিকা (২০০১), টিকেটস (২০০৫), চাকান অন সিনেমা (২০০৭), সার্টিফাইড কপি (২০১০) প্রভৃতি। *** আব্বাসের ‌'টেস্ট অব চেরি' ১৯৯৭ সালে কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাম ডি ওর জিতে নেয়।

*** আব্বাস নির্মিত ‌' দ্য উইন্ড উইল ক্যারি আস' ১৯৯৯ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নেয়। আজ আব্বাস কিয়ারোস্তামিকে নিয়ে বিস্তারিত একটা পোস্ট দিয়েছিলাম। পড়তে চাইলে এখানে ক্লিকান বিলি ওয়াইল্ডার Billy Wilder (22 June 1906 – 27 March 2002) বিলি ওয়াইল্ডার নির্মিত বিখ্যাত চলচ্চিত্রগুলো হচ্ছে- Double Indemnity (1944) The Lost Weekend, (1945) Sunset Boulevard. (1950) Sabrina (1954) The Seven Year Itch (1955) Some Like It Hot (1959) The Apartment (1960) ***বিলি ওয়াইল্ডার মোট ৮ বার অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন যা শ্রেষ্ঠ পরিচালক বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ। জিতেছেন ২বার। *** The Apartment (1960) চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ প্রযোজক (সেরা চলচ্চিত্র) আর সেরা চিত্রনাট্য রচয়িতার অস্কার পুরস্কার জিতেছেন।

এ রকের্ড শুধু ৫জন চলচ্চিত্র নির্মাতার রয়েছে। *** ৫ বার গোল্ডেন গ্লোব জিতেছেন। দুইবার শ্রেষ্ঠ পরিচালক (The Lost Weekend and Sunset Boulevard) , দুইবার শ্রেষ্ঠ প্রযোজক (Some Like It Hot and The Apartment) আর একবার শ্রেষ্ঠ চিত্রনাট্য রচয়িতা (Sabrina) বিভাগে। *** ৪৩ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে আজীবন সম্মাননা পুরষ্কার দেয়া হয়। মেরিল স্ট্রিপ Mary Louise Streep (June 22, 1949-) মেরিল স্ট্রিপ অভিনীত বিখ্যাত চলচ্চিত্রগুলো হচ্ছে- The Deer Hunter (1978) Kramer vs. Kramer (1979) Sophie's Choice (1982) Out of Africa (1985) The Devil Wears Prada (2006) Doubt (2008) Julie & Julia (2009) ***মেরিল স্ট্রিপ মোট ১৬ বার অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়ে জিতেছেন ২বার।

আর ২৫ বার গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়ে জিতেছেন ৭ বার। ***সবচেয়ে গোল্ডেন গ্লোব আর অস্কার মনোনয়ন পাওয়ার রেকর্ড মেরিল স্ট্রিপের। সবচেয়ে বেশি সবচেয়ে গোল্ডেন গ্লোব পুরস্কার পাওয়ার রেকর্ডটিও মেরিলের। ***Kramer vs. Kramer (1979) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী আর Sophie's Choice (1982) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। **চলচ্চিত্র বিষয়ক আমার যত পোস্ট** ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.