আমাদের কথা খুঁজে নিন

   

কৃপনতা নাকি ৪৩ এর দুর্বিক্ষ? তিনটি পেয়াজু দিয়েই ইফতারি !!

ইফতার করতে হয় মাত্র তিনটি পেয়াজু দিয়ে। ভাই বলেন কিভাবে রোজা রাখি। ছেলেটি পাঁচ ফুট এগার ইঞ্চি লম্বা হবে। পড়ে ক্লাশ নাইনে। তাহলে ভেবেই দেখুন বড়ি স্টাকচার অনুযায়ী খাবারটা কেমন প্রয়োজন ছিল।

ইউনিভার্সিটিতে বই এর আলোচনা প্রসঙ্ঘে সার কামরাঙ্গীচর সহ কয়েকটি বস্তির কথা বললেন। তাই আজকে গিয়েছিলাম কামরাঙ্গীচরে। যেখানের বর্তমান এমপি আমদের কামরুল ভাই। আসল কথা বলি। জন্মের পর রাস্তার অবস্থা বাংলাদেশে এতটা খারাপ হতে পারে তা আজ নিচ চোখে প্রত্যক্ষ করলাম।

তারপর মানুষের জীবনের নিন্মমান দেখে মনটা একেবারই খারাপ হয়ে গেল। বৃষ্টির কারনে প্রায় সকলের বাসার সামনেই কাঁদা আর পানি। কি বিশ্রী অবস্থা। কয়েকঘন্টার ব্যবধানে যা বুঝতে পারলাম মনে হচ্ছে রোজা রাখছে মাত্র ১০ বা ১৫ ভাগ মানুষ। দোকান হোটেল চলছে একশ মাইল বেগে।

যাই হোক আসল কথায় আসি। পথে তিন তলা বাড়ির এক মালিকের ছেলের সাথে দেখা। তাকে আগেও বলেছিলাম রোজাগুলো রাখার চেষ্টা করো। আজ সে বললো ভাই কি যে বলেন। আম্মু ইফতারিকে মাত্র তিনটা পেয়াজু খেতে দেয়।

প্রায় কাদো কাদো ভাব। খুবই হ্রদয় বিদারক !! শুলে আমার মাথা লজ্জায় হেট হয়ে গেল। হায় দেশের এ কি হাল। বানিজ্য মন্ত্রীর উপদেশ মনে হয় একশতে দুশত ভাগ পালন করার চেষ্টা করছে এ পরিবারের সদস্যরা। অথচ টাকা পয়সা কিছুরই অভাব নাই।

এটাকে কৃপনা বলবেন নাকি অন্যকিছু বলবেন? মানুষ কতটা নীচ হতে পারে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।