মিরসরাইয়ের নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিনকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগের কর্মীরা। এ সময় ছাত্রলীগের দুই গ্রুপের ১০ জন কর্মী আহত হয়েছেন। আহত রফিক উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপ- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সমর্থক ও সাবেক উপজেলার চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে।
গিয়াস উদ্দিন সমর্থিত গ্রুপের জিকু দে জানান, সোমবার সকালে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের শাহেদ গ্রুপের কর্মী সাকিব, আশিক, রুপম, তানভীরসহ ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের কর্মীদের ওপর হামলা করে। এ সময় তাদের ছয়জন কর্মী আহত হন। এ সময় বাধা দিতে এলে অধ্যক্ষকেও কুপিয়ে আহত করা হয় বলে তিনি অভিযোগ করেন শাহেদ গ্রুপের কর্মীদের বিরুদ্ধে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সমর্থিত শাহেদ চৌধুরী এই অভিযোগ অস্বীকার করেন।
এদিকে ঘটনার পরপরই ক্যম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।