আমাদের কথা খুঁজে নিন

   

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় এক প্রকৌশলী বরখাস্ত 

সোমবার রাতে পূর্ব রেলের পাহাড়তলী লোকো শেডের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী সুখেন্দু সূত্রধরকে বরখাস্ত করা হয় বলে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জিএম মকবুল আহম্মদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মেইল ট্রেনটিতে মূল ইঞ্জিনের গিয়ার বাক্সের কভার খুলে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।
“দায়িত্বে গাফিলতির কারণে ওই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
দুপুর সাড়ে ১২টার দিকে মিরসরাই ও মস্তাননগর স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনায় ট্রেনের পিছন দিকের তিনটি বগি লাইনচ্যুৎ হয়।
এতে নাসিমা আক্তার (৪০) নামের এক যাত্রী একটি বগির নিচে চাপা পড়ে নিহত হন। কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা নাসিমা কুমিল্লা যাচ্ছিলেন। 
এ ঘটনায় আহত হন আরো পাঁচজন।
ঘটনা তদন্তে দুটি পৃথক কমিটি করেছে রেলওয়ে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.