জোরারগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন জানান, শনিবার ভোরে সাতমারা টিলার পাহাড়ে পাওয়া যায় নিলয় কান্ত চাকমার (৪২) লাশ।
নিহত নিলয় খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বাসিন্দা। তিনি জোরারগঞ্জ এলাকার গহীন পাহাড়ি অঞ্চল সাত মারা টিলায় ব্যক্তিমালিকানাধীন একটি পাহাড়ের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
এসআই নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের ডান হাতে গুলি এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
পাহাড়ি সংগঠনের অন্তঃকোন্দলের জের ধরে নিলয় খুন হয়েছেন কি না, তা বিবেচনায় রেখে তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাজমুল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।