ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ রবিবার ভোর সাড়ে চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। রবিবার ভোর সাড়ে চারটার দিকে মিঠাছড়া এলাকায় সড়কে পড়ে থাকা তৈল জাতীয় পদার্থের উপর স্লিপ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।