শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের পর সাংসদ নাজিম উদ্দিনের গাড়ি ভাংচুর করেছে একদল যুবক।
জিয়াউল হক জিয়ার অভিযোগ, রামগঞ্জের বিএনপি দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মদের ভাড়াটে লোকজন এ হামলা চালিয়েছে।
তবে, নাজিম উদ্দিন আহম্মদ এ অভিযোগ অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জিয়াউল হক জিয়ার পক্ষের লোকজন উপজেলার পাটবাজারে ইফতার মাহফিলের আয়োজন করেন।
এক পর্যায়ে রামগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাংসদ নাজিম উদ্দিন আহমেদের লোকজন ইফতার মাহফিলে অর্তকিত হামলা চালায়।
এ সময় জিয়ার অনুসারী নাছির উদ্দিন, নুরুল আমিন, জসিম উদ্দিন, খোরশেদ আলম, ফারুক হোসেন সজীব ওরফে মুকিত, জালাল আহম্মদ, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমানসহ ১০ জন গুলিবিদ্ধ এবং আরো পাঁচজন আহত হন।
এদের মধ্যে রামগঞ্জের শ্রীরামপুর গ্রামের খোরশেদ আলমকে ঢাকা এবং জাহাঙ্গীর আলমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদের রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও জনতা ক্লিনিকে ভর্তি করা হযেছে।
এ ব্যাপারে সাংসদ নাজিম উদ্দিন আহম্মদ বলেন, “জিয়াউল হক জিয়ার ইফতার পাটির্তে কারা হামলা করেছে আমার জানা নেই। তবে জিয়াউল হক জিয়ার লোকজন আমার গাড়িতে হামলা করে ভাংচুর করেছে।
”
রামগঞ্জ থানার ওসি এ কে এম মঞ্জুরুল হক আকন্দ জানান, শহরে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। গোলাগুলির ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।