মানিকগঞ্জের বানিয়াজুড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত বিকল্প ধারার চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহি কর্মকর্তা মিশুক মুনীরসহ ৫ জনের ঘাতক বাসচালক জামির হোসেনকে গ্রেফতার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে মেহেরপুরের গাংনী পৌরসভাধীন চৌগাছা গ্রামে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায় ডিবি পুলিশ। সে চুয়াডাঙ্গার দৌলতদিয়া গ্রামের মৃত- আব্দুর রহিম এর ছেলে। মেহেরপুর সদর থানা সূত্র জানায়, গত শনিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়িতে মেহেরপুরগামী চুয়াডাঙ্গা ডিলাক্স ও ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বিকল্প ধারার চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহি কর্মকর্তা মিশুক মূনীরসহ ৫ জন নিহত হয়। ঘটনার পরপরই ঘাতক বাসচালক পালিয়ে যায়। মোবাইল ট্রাকিং-এর মাধ্যমে ঢাকার গোয়েন্দা পুলিশের (নর্থ) একটি বিশেষ দল এএসপি মশিউর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গায় আসেন। মেহেরপুর সহকারী পুলিশ সুপার সাহেদ আকবর খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ও এসআই হাসানের সহযোগিতায় ডিবির বিশেষ দলটি রোববার রাত সাড়ে ১২টার দিকে গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে বাসচালক জামির হোসেনের বোনের বাড়ি অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাতেই তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।