আমাদের কথা খুঁজে নিন

   

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদকসহ তিন আওয়ামলীগ নেতা গ্রেফতার



মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীতে বিএনপি চেয়ারপাসর্ন ও মহাসচিবের ছবি সম্বলিত বিলবোর্ড ভাংচুরের সময় এক নৈশ প্রহরিকে মারপিটের অভিযোগে বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদকসহ তিন আওয়ামলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হচ্ছেন, বানিয়াজুরি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক গোলাম রব্বানী বুলবুল, সহ-সাধারন সম্পাদক আলমাছ উদ্দিন বিশ্বাস মুসা ও প্রদিব কুমার মন্ডল। এর আগে নৈশ প্রহরীকে মারপিটের প্রতিবাদে দোকান পাট বন্ধ রেখে সকাল থেকে কয়েক দফায় বিক্ষোভ করেন ,স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী অভিযুক্ত আওয়ামীলীগ নেতাদের দলীয় কার্যালয়ে প্রায় চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে। জানাগেছে, গত রাত তিনটার দিকে বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী বুলবুল, সহ-সাধারন সম্পাদক আলমাছ উদ্দিন বিশ্বাস মুসা, প্রদিব কুমার মন্ডল ও সাভার থানায় কর্মরত পুলিশের এস আই রুহুল ইসলাম লিটন বিএনপি চেয়ারপার্সন ও মহাসচিবের ছবি সম্বলিত বিলবোর্ড ভাংচুর করে।

এসময় বানিয়াজুরী দোকান ব্যবসায়ীদের নিয়োগকৃত নৈশ প্রহরী হেলাল উদ্দিন তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেধরক মারপিট করে ঐ নেতারা। আহত হেলাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৈশ প্রহরিকে মারপিটের প্রতিবাদে আজ সকাল থেকে স্থানীয় ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রেখে কয়েক দফায় বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বানিয়াজুরী আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী বুলবুলসহ কয়েকজন নেতাকে আওয়ামীলীগ কার্যালয়ে প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখে ।

বেলা ১১ টার দিকে ঘিওর থানা পুলিশ ও জেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে সমঝোতার জন্য বসেন। | সমঝোতা না হওয়ায় ঔ তিন নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘিওর থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে ফোন বন্ধ করে পালিয়েছে এস আই লিটন। এদিকে চেয়ারপার্সন ও মহাসচিবের ছবি সম্বলিত বিল বোর্ড ভাংচুরের প্রতিবাদে স্থানীয় যুবদল ও ছাত্রদলও বিক্ষোভ -মিছিল করেছে ।

#

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.