মানিকগঞ্জের শিবালয়ের ধুসর গ্রামের লিটন ভুইয়া দুবাই থেকে চার মাস আগে বাড়িতে আসে বিয়ে করবে বলে। নতুন বউ বাড়িতে আসবে তাই ঘর-বাড়িও ঠিক ঠাক করা হয়েছে। মাস খানেক ধরে মেয়ে দেখা-দেখিও চলছে। কিন্তু এখনো পছন্ত হয়নি। আত্বীয় স্বজন সবাই লিটনের বিয়ের অপেক্ষায়।
কিন্তু বিধি বাম মানুষের সব ইচ্ছে আর স্বপ্ন কি পুরন করেনা। আজ দুপুর সাড়ে বারোটার দিকে লিটনের শখ জাগে পাশের গাবতলি খালে ঝাকি জাল দিয়ে মাছ ধরবে। খালে জাল ফেলার সময় ডান হাতের সাথে জালের রশ্মি পেছিয়ে জাল ফেলতে গেলে সে পা ফসকে পানিতে পড়ে তলিয়ে যায়। একটি ছোট শিশু এই দৃশ্য দেখার পর বাড়িতে খবর দেয়। পরে পরিবারের সদস্য ও কয়েক জন জেলে প্রায় দুই ঘন্টা চেস্টার পর লিটনের লাশ খুজে পায়।
তলিয়ে যাওয়ার পর জালসহ লিটন একিটি গাছের সাথে পেছিয়ে ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সত্যিই ভাগ্য কি নির্মম লিটনের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।