প্রতিদিন অন্তত একটা ভাল কাজ করার চেষ্টা করি । ♥♥প্রথমেই হুমায়ূন স্যারের স্বরণে♥♥
স্যার গিয়েছেন অনেক দূর
না ফেরার দেশে,
শ্রদ্ধাভরে স্বরন করি
স্যারকে ভালবেসে।
☻☻☻দেশের বর্তমান আলোচিত বিষয় নিয়ে☻☻
কানপেতে শোন ঐ শোনাযায়
রাজাকারের অট্টহাসি,
খুন করে সে মাফ পেয়েছে
হয়েছে জেল হয়নি ফাঁসি।
♣♣এবারে কোঠা সমাচার♣♣
যোগ্যতাতে পাব না তাই
কোঠার আশায় দিন গুনি,
তোকে পাওয়ার প্রতিযোগিতায়
কে জিতল বল শুনি ।
♥♥পবিত্র রমজান নিয়ে♥♥
সারাদিন রোযা রেখে
অনেকেই ক্লান্ত,
আল্লাহ্কে পাওয়ার আশায়
কেউ হবনা ক্ষান্ত ।
☻☻রোযায় বাজার দর নিয়ে☻☻
বাজার দর উঠছে উপর
জয় করবে সে হিমালয়,
পকেটে আমার দুর্ভিক্ষ
মনে লাগে ভীষণ ভয়।
◘◘ অন্যান্য ◘◘
তার উপমা পাইনা খুঁজে
উপমা দেই কিসে,
সামনে ক্ষ্যাপাই পেত্নী বলে
হুর পরী ডাকি পিছে।
♦
স্বপ্ন দেখতে কে শেখাল
কে যোগাল প্রেরণা,
কে জাগাল মনে প্রেম
কে মিটাল বাসনা।
♦
একবুক আশা নিয়ে
কে এসেছে বলতে ,
ভালবাসি তোমায় আমি
একসাথে পথ চলতে।
♦
প্রেম প্রেম খেলা খেলে
আমি বড়ই ক্লান্ত,
নষ্ট করবে কত জীবন
হও এবার ক্ষান্ত।
♦
ফেরাতে কি পারব আমি
আমার পথে তোমায়,
তোমায় না পেয়ে মন
চলেগেছে কোমায়।
♦
যত্নে রাখা ভালবাসায়
আর পরেছে ধুল,
বিশ্বাস হল চুরমার
ভেঙ্গেছে আজ ভুল।
○○○একটি সাবধান বানী○○○
প্রেমে পরলে ঘুরবে মাথা
দেখবে চোখে সরষে ফুল,
সব হারিয়ে নিঃস্ব হলে
ভাঙ্গবে তখন তোমার ভুল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।