একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি আজ ফিদেল কাস্ত্রোর ৮৫ তম জন্মদিন । পুরো নাম ফিদেল কাস্ত্রো আলেকজান্দ্রো রুজ। ফিদেল কাষ্ট্রো নামেই পরিচিত । ১৩ আগষ্ট ১৯২৬ সালে একটি ধনী কৃষক পরিবারে জন্ম। একজন কিউবান বিপ্লবী ও রাজনীতিবিদ।
১৯৫৯ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী এবং ১৯৭৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দ্বায়িত্ব পালন করেছেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রথম সেক্রেটারী হিসেবে ১৯৬১ সাল থেকে ২০০১ পর্যন্ত দ্বায়িত্ব পালন করন। যদিও তখন এটি কমিউনিষ্ট পার্টি নামে ছিলোনা। প্রথম দিকটায় নাম ছিলো “২৬ জুলাই মুভমেন্ট”।
তিনি ১৯৫৩ সালে হাভানার মনকাডা দূর্গ(প্রেসিডেন্ট প্যালেস) আক্রমন করে সারা বিশ্বের নজর কাড়েন।
মনকাডা দূর্গে অল্প কিছু কমরেড নিয়ে সশস্ত্র আক্রমণের নেতৃত্ব দিয়ে ব্যর্থ হন। সেই অভিযানে ব্যর্থ হয়ে কারারুদ্ধ ছিলেন কাস্ত্রো । দেশদ্রোহীতার অভিযোগ ওঠে কাষ্ট্রোর বিরুদ্ধে। পরে অবশ্য জেলখানা থেকে মুক্তি দেয়া হয়। মেক্সিকোতে থাকা অবস্থায় ছোট ভাই রাউল কাস্ত্রো এবং বন্ধু চে গুয়েভারাসহ অনেক কমরেডের সাহায্য নিয়ে গেরিলা যুদ্ধের মধ্য দিয়ে মার্কিন সাহায্যপুষ্ট প্রেসিডেন্ট ফুলজেন্সিও বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করেন।
ফিডেল কাস্ত্রোর জন্মদিনে অনাবিল শুভেচ্ছ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।