৮৫তম জন্মদিন পালন করলেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। তার জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পার্টির সর্বস্তরের নেতা-কর্মীরা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘তোমরা আমার হাতে হাত রাখো। আবার সুদিন আসবে। জাতীয় পার্টি আবারও নির্বাচনে জয়ী হবে। আমি হয়তো মারা যাব। কিন্তু জাতীয় পার্টি টিকে থাকবে।’
অনুষ্ঠানে পার্টির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টফি, সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, আজম খান, তাজ রহমান, ভাইস চেয়ারম্যান কর্ণেল ডাঃ এম.এ. কাদের (অবঃ), কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন বাবুল, নুরুল ইসলাম নুরু, মোস্তাকুর রহমান মোস্তাক, সুলতান উদ্দিন সেলিম, শেখ আলমগীর, মনোয়ার হোসেন, শাহী আলম, ইসহাক ভূঁইয়া, নাজমা আক্তার প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।