আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক সন্তোষ গুপ্তের ৮৫তম জন্মবার্ষিকী

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

প্রথিতযশা সাংবাদিক সন্তোষ গুপ্তের ৮৫তম জন্মবার্ষিকী আজ। সাংবাদিকতা জগতের কিংবদন্তী ও আলোকিত পথের এই দিশারী ১৯২৫ সালের ৯ জানুয়ারি ঝালকাঠি জেলার রুনসী গ্রামে জন্ম নেন। প্রায় অর্ধশতাব্দী ধরে সাংবাদিকতা জগতে তিনি উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিচরণ করেন। সাংবাদিক পেশায় যোগ দেন ১৯৫৭ সালে।

সন্তোষ গুপ্ত 'সংবাদ' ও দৈনিক আজাদে সাংবাদিকতা করলেও দেশের সব জাতীয় দৈনিকে তার বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, কলাম ও সমালোচনামূলক নিবন্ধ ছাপা হয়েছে। তিনি একাধারে কবি, চিত্র সমালোচক ও প্রবন্ধকার ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দৈনিক সংবাদের সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতা জীবনের আগে তিনি কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ এবং দৈনিক সংবাদে কাজ করেছেন।

সন্তোষ গুপ্ত শিক্ষাজীবন শেষে কলকাতায় আইজি অব প্রিজন্স অফিসে কাজ নেন। দেশভাগের পর তিনি পূর্ব পাকিস্তানে চলে আসেন। রাজনৈতিক কারণে তাকে একাধিকবার জেলেও যেতে হয়েছিল। ১৯৭১ সালে সন্তোষ গুপ্ত প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য বিভাগে কর্মরত ছিলেন। সাংবাদিকতা, কবিতা, শিল্প, সাহিত্য, রাজনীতি, চিত্রকলাসহ বিভিন্ন বিষয়ে সন্তোষ গুপ্তের ১৫টি গ্রন্থ রয়েছে।

এ ছাড়া তিনি সম্পাদনা করেছেন তিনটি গ্রন্থ। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন তাকে সব্যসাচী লেখক হিসেবে পরিচিত করেছে। রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু, পিকাসো, জয়নুল, অমিয় চক্রবর্তী, শামসুর রাহমানসহ সমাজতন্ত্র, গণতন্ত্র সবই ছিল তার লেখার বিষয়বস্তু। সাংবাদিকতা ও সাহিত্যে অবদান রাখার জন্য তিনি একুশে পদক, শেরেবাংলা পদক, মাওলানা তর্কবাগীশ পদক, জহর হোসেন স্মৃতি পদকসহ বহু পদক ও সম্মাননা পেয়েছেন। ২০০৪ সালের ৬ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান।

প্রথিতযশা সাংবাদিক সন্তোষ গুপ্তের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পোস্তগোলা শ্মশানঘাটে তার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। স্মৃতিস্তম্ভটি চিত্রশিল্পী কালিদাস কর্মকারের পরিকল্পনা ও স্থপতি রবিউল হুসাইনের স্থাপত্য নকশায় শিল্পী ইমতিয়াজ নুর নির্মাণ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.