আমাদের কথা খুঁজে নিন

   

আমার কাছে রবি'র ইন্টারনেট বেষ্ট মনে হয়েছে!!!

আমাদের দেশে ইন্টারনেট ডাটার এখনও আকাশ ছোঁয়া মূল্য বেঁধে রেখে দিয়েছে সবগুলো অপারেটর এবং সরকারের কোন পদক্ষেপও নেই এর পেছনে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে তথ্যপ্রযুক্তি বিকাশ জরুরী এটা হয়তো দেশের সরকার মনে করে না (কথায় কথায় যতোই বলুক- ডিজিটাল বাংলাদেশ)। করলে অবশ্যই ১০০টাকায় ১জিবি ডাটা পাওয়ার সুব্যবস্থা সরকার করতো। তো এই ক্ষেত্রে অন্যসব অপারেটরের চেয়ে রবি'র ডাটা প্যাক একটু হলেও কমদামের মনে হয়েছে। এদের স্পীডটাও মোটামুটি ভালোই।

ভ্যাটসট ৫১৮টাকায় ৩জিবি দেয় এরা। আমার কাছে ব্যক্তিগত ব্যবহারের জন্য এটাকেই বেষ্ট মনে হয়েছে। গ্রামীণফোনের মডেম দিয়ে আমি রবি'র এই প্যাকেজটি চালাই। আপনারাও এই সিদ্ধান্ত নিলে হয়তো ভুল করবেন না। প্যাকেজটি এ্যাক্টিভ করতে: *8999*00# চাপার পর *8444*84# চাপতে হবে।

পুণশ্চ: আমার একটি বই আছে এখান থেকে ডাউনলোড করতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.