নিতান্তই একজন জুনিয়র ব্লগার। ""আজকে বিএনপির নেতাকর্মীদের রাস্তায় নামতে দেখা মাত্রই গুলি করা হবে"" এমন নিউজ শুনে যারা উল্লাসে মেতে উঠছেন... তারা এইটুকু মনে রাইখেন, গুলিতে যাদের প্রান যাবে কিংবা যারা হতাহত হবে, তাদের কেউ না কেউ হয়তো আপনার আসে পাশেরই লোকজন..। ।
যেই বুলেট আপনারা ছুঁড়বেন , খোঁজ নিয়ে দেখবেন, সেই বুলেট হয়তো আপনাদের পরিচিত কোনও বুকে এসেই বিদ্ধ হচ্ছে...। ।
কারণ, এই সমাজের অধিকাংশ মানুষের ফ্যামিলিতে খোঁজ নিলে দেখা যাবে যে...
তাদের কারো দাদা বিএনপি, নানা আওয়ামীলীগ... মামা বিএনপি, চাচা আওয়ামীলীগ...
মা বিএনপি, বাবা আওয়ামীলীগ... বোন বিএনপি, ভাই আওয়ামীলীগ...। ।
তাই বলে কি কারো নানা তার দাদার হত্যাকে সমর্থন করবে??
কারো চাচা তার মামার হত্যাকে সমর্থন করবে??
কারো মা তার বাবার হত্যাকে সমর্থন করবে??
কোনও ভাই তার বোনের হত্যাকে সমর্থন করবে??
প্রশ্ন গুলা কোনও রাজনীতিবিদের কাছে নয়, কোনও দলের কাছে নয়, কোনও ব্যাক্তির কাছেও নয়, প্রশ্নগুলা রইলো আপনাদের সকলের বিবেকের(?) কাছে...।
এরপরেও যদি কেউ ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করাকে সঠিক মনে করে থাকেন, তবে বলবো... ইতিহাস থেকে শিক্ষা নেন...। ।
অন্যায়ভাবে কাউকে ইট মেরে থাকলে পাটকেল যে অবশ্যই আজ না হোক কাল খাবেন, সেইটা ভুইলা যাইয়েন না...। ।
এইটুকু মনে রাইখেন, দেশের এমন সংকটময় পরিস্থিতিতে হত্যাকাণ্ডে উসকাইয়া দেয়ার কারণে সহিংসতায় প্রত্যেকটা মৃত্যুর জন্য পরোক্ষভাবে আপনারা সম্পূর্ণভাবে দায়ী থাকবেন...(ইহকালে ও পরকালে)। ।
সর্বশেষে বিনীতভাবে আবারও বলছি,
নিজের বিবেকটাকে একটু জাগ্রত করেন... একটা মানুষের 'জীবন' ছোট খাটো কোনও ব্যাপার না, যেইকোনও কারনেই হোক সেই জীবনটাকে এতো সস্তা বানায়া ফেইলেন না...।
। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।