খবরটি খুব সুখকর নয়।
দৈনিক আমাদের সময় এর রিপোর্ট
---------------------------------------------
ইরানে হামলা এখন সময়ের ব্যাপার: শিমন পেরেজ
//নাজিম মাহমুদ//:
ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছেন, ইরানে হামলা এখন সময়ের ব্যাপার মাত্র। শুক্রবার সেদেশের ‘চ্যানেল টু’-কে একথা বলেন তিনি। পেরেজ বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি চলে এসেছে ইরান। এ অবস্থায় হামলা ছাড়া কোনও উপায় দেখছি না।
তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থাগুলো ক্ষণ গুনছে। ইরানকে অনেক সময় দেওয়া হয়েছে। তবুও দেশটি পরমাণু পরীক্ষা স্থগিত করেনি। ইসরায়েলি জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ইরানে হামলার চেষ্টা করছি। আমি মনে করি, যা করার তা এখনই করতে হবে।
সময় নষ্ট করা যাবে না।
উল্লেখ্য, ইরানে হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশের সমর্থন পাচ্ছে ইসরায়েল। বলা হচ্ছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতোমধ্যে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছেন। সূত্র - হার্তেজ, রয়টার্স
কথা হচ্ছে - ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের কাছে থাকবে না কেন ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।