আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি এখন ফরমালিনযুক্ত একটি রাজনৈতিক দল। এদের আন্দোলন, সংগ্রাম ও কর্মীরাও ফরমালিনযুক্ত। ’ শুক্রবার পল্টনের মুক্তিভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত বিরোধী দলের অযৌক্তিক ইস্যু, বিচার বিভাগের অবমাননা শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে ইফতার, তারাবীহ ও সেহেরীর সময় বিদ্যুতের লোডশেডিং কারণ খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ কর্মীদের গাফলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও পরামর্শ দেন তিনি।
মো. নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতেই আদালতে হামলা চালানো হয়েছে। এ ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। তা না হলে দেশ ও দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো বলেন, ‘ব্রিটেনের উন্নত দেশে দাঙ্গায় যে চুরি ছিনতাই হয়েছে সে তুলনায় বাংলাদেশ অনেক ভাল আছে। ’
তিনি জাতীয় শোক দিবসে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কেক কেটে জন্মদিন পালন না করার অনুরোধ জানান।
বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হেমায়েত উদ্দিন বীর বিক্রমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, ঢাকা মহানগরী আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম.এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, ডাঃ দীপক দাস, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।