একটু আগে থেকেই শুরু করি, ২০০৬ এ প্রতি Mbps bandwidth এর দাম ছিল ১, ২৭ ,০০০ টাকা। তত্ত্বাবধায়ক সরকার তার দাম কমিয়ে করে ২৮,০০০ টাকা । বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে দাম আরো কমিয়ে করে ১৭,৪০০ টাকা । সর্বশেষ , গত ১ আগস্ট থেকে দাম আরো কমিয়ে ১০,০০০ টাকা করা হয়েছে । তাহলে ২০০৬ এর তুলনায় দাম এখন কমল ১,১৭,০০০ টাকা ।
এইবার আমাদের তথাকথিত ইন্টারনেট 'সেবাদাতা' প্রতিষ্ঠানগুলার কথায় আসি । অনেকগুলো 'সেবাদাতা' প্রতিষ্ঠান থাকলেও আমি গ্রামীনফোনেকে নিয়ে কথা বলব, কারণ তারা সবচেয়ে পুরানো 'সেবাদাতা' এবং তাদের গ্রাহক সংখা সবচেয়ে বেশি এবং মোবাইল operator-দের মধ্যে তারাই একমাত্র লাভের মুখ দেখেছে । টেলিটক , রবি, বাংলালিন্ক , airtel আছে লসের উপর । কিন্তু 'সেবা' দেওয়ার ক্ষেত্রে কেউ পিছিয়ে নেই । আসল কথায় আসি , ২০০৬-এ GP unlimited ইন্টারনেট ছিল ১,০০০ টাকা (ভ্যাট ব্যতিত) আর, এখন ২০১১ -এ unlimited ৮৫০ টাকা (ভ্যাট ব্যতিত) ।
তাহলে GP দাম কমালো ১৫০ টাকা । ২০০৬-এর তুলনায় এখন ইন্টারনেট-এর প্রতি Mbps bandwidth এর দাম কমেছে ১,১৭,০০০ টাকা প্রায় ৯৫%, আর GP কমালো ১৫০ টাকা প্রায় ১৫% ! !
সরকার যে এত টাকা কর কমালো তার সুবিধা সাধারণ মানুষ পায় নাই । পুরা টাকা গেসে রক্তচোষাগুলার পকেটে । অন্য operator গুলার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য । 'সেবাদাতা'রা কি কি করে নাই -- ১. তারা ইন্টারনেট -এর দাম অনুপাতিক হারে কমায় নাই (সরকার কমিয়েছে ৯৫% আর mobile operator-রা কমিয়েছে ১০ থেকে ১৫%) ২. ইন্টারনেট-এর speed বাড়ায় নাই. ( Download speed 10 Kbps এর বেশি পাওয়া তো ভাগ্যের ব্যপার ) ৩. ইন্টারনেট -এর coverage বাড়ায় নাই. এইবার হিসাব করে দেখেন তো এই ডিজিটাল রক্তচোষাগুলো আপনার কতটুকু রক্ত খাইছে !!!
(সংগৃহীত) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।