আমাদের কথা খুঁজে নিন

   

বলতে পারেন বাংলাদেশ কেন টেষ্ট খেলে ওয়ানডের মতো , আর ওয়ানডে খেলে টেষ্টের মতো //////

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... আমরা তাড়াহুড়ার জাতী, জাতী হিসাবে তাড়াহুড়া করতে যেয়ে বাস দুর্ঘটনা ,সড়ক দূর্ঘটনায়, কত মানুষ জীবন দেয় বলতে পারেন। তাছাড়া এই বীর মুক্তিযুদ্ধাদের তাড়াহুড়া করে দেশ স্বাধীন করায় আমি মুক্তিযুদ্ধে: অংশ নিতে পারলাম না। তাড়াহুড়া সবাই করছে , করতে করতে একেবারে দেশের বারোটা বাজাচ্ছে। এই তো ঈদে লঞ্চে তাড়াহুড়া করে সবাই এক লঞ্চে উঠে তাড়াহুড়া করে মরতে যাবে। সরকার তখন তাড়াহুড়া করে তদন্দ কমিটি করতে যাবে।

রাস্তা ঘাটের বারোটা একটা সড়ক ও ভালো নাই । তাড়াহুড়া করে ওয়ার্ক অর্ডার দেয়ার কারনে প্রতিটি রাস্তার মান নিম্নমানের। কোন ঠিকাদার কোন কাজের গ্যারান্টি দেয় না । ৫ বছরের স্থায়ীত্বকাল ওয়ার্ক অর্ডারে লিখা থাকে কি না জানিনা তবে ১ বছর যেতে না যেতে আবার মেরামতের জন্যে তাড়াহুড়া করে ঠিকাদার নিয়োগ দেয়ার প্রয়োজন পড়ে। রাস্তা মেরামত রাস্তা নির্মান রক্ষনাবেক্ষন একটা চলমান প্রক্রিয়া ।

যে ঠিকাদার কে কাজ দেয়া হবে ১০বছরের জন্যে রক্ষনা বেক্ষনের দায়িত্ব ঐ ঠিকাদার কে দেয়া ঠিক হবে। তাড়াহুড়া করে বিল দেয়া ঠিক হবে না। সারাদেশেই যোগাযোগের বেহাল দশা । ভাগ্য ভালো ইন্টরানেট ছিল । তা না হলে কি যে হতো গো.....।

প্রশ্ন ছিল বাংলাদেশ ক্রিকেট কেন টেষ্ট ওয়ানডের মতো ,আর ওয়ান ডে টেষ্টের মতো খেলে ? উত্তর:- তারা সময়মতো প্রাকটিসে যেতে পারলেই না ভালো খেলবে। তাদের বেতন বোনাস তো আর আই, পি ,এল, এর মতো দেয় না। তাদের বেতন বোনাস তুলতে ঘুষ দিতে হয় কিনা সেটা ভালো করে খোঁজে দেখা দরকার। আর তাড়াতাড়ি করে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্যে বাচ্চা ফোটানোর দরকার নাই । তাহলে তাড়াতাড়ী ঝড়ে পড়বে।

মনে রাখবেন ব্যাপারটা........... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.