আমাদের কথা খুঁজে নিন

   

পরিমল ইস্যুঃ বদলা নেবে কি তরুণ ভোটাররা?

সব হারিয়েও যা পেলাম সেটা কিছুতেই তোমার ভালবাসা নয়। বাংলাদেশের প্রথম ডিজিটাল আন্দোলন ধরা হচ্ছে পরিমন জয়ধর ইস্যুর আন্দোলনটিকে। সোসাল নে্টওয়ার্কিং সাইট আর ব্লগ সাইটগুলোতে তোলপাড় করে ফেলা এই আন্দোলনের ফলাফল এখনো পুরোপুরি দৃশ্যমান হয়নি। মামলা, গ্রেপ্তার আর মামুলি কিছু জিজ্ঞাসাবাদ ছাড়া আর নতুন কোন খবর পাওয়া যাচ্ছে না। আর সব ঘটনার মত আস্তে আস্তে সংবাদপত্রের ভেতরের পাতা থেকেও হারিয়ে যাচ্ছে।

কিন্তু এদেশের তরুন সমাজ যারা অগ্রণী ভুমিকা রেখেছে এই ডিজিটাল আন্দোলনে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে এসে দাড়িয়েছে ভিকারুন্নেসার বিক্ষোভরত ছাত্রীদের তারা কি এত সহজে সব ভুলে যাবে? একজন ছাত্রীর উপর শি্ক্ষক নামের এই পশুর পাশবিকতার বদলা যদি তারা নেয় আগামী সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে তবে? বর্তমান সরকার ক্ষমতায় আসার এক বড় নিয়ন্তা ছিল সে সময়ের তরুণ ভোটাররা। এই সরকারের চোখেই তারা দেখতে চেয়েছিল ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। আজ যদি তারা দেখে তাদেরই একজন বোনের ধর্ষণের কোন বিচার হচ্ছে না, তাদেরই মত তরূণদের সরকারের পুলিশ বাহিনী অন্যায়ভাবে বিনা অপরাধে ডাকাত সাজিয়ে খুন করছে তাহলে তাদের প্রতিক্রিয়া যে খুব ইতবাচক হবে সরকারের প্রতি তা মোটেই আশা করা যায় না। আজকের এবং আগামীর তরুণ ভোটাররা যদি এই সরকারের বিকল্প খুঁজে না পায় তবে তাদের সিল মারা বিপুল 'না'- ভোটই ক্ষতি যা করার করে দিতে পারে যে কোন রাজনৈতিক দলের বিশেষ করে বর্তমান সরকারী দলের। এর সাথে যদি অন্যান্য বয়সের ভোটাররাও যোগ দেয় তাইলে আর দেখতে হবে না।

তাই, সরকারের উচিত প্রকৃত অপরাধীর বিচার ও সাজা যত অল্প সময়ে সম্ভব বাস্তবায়ন করা। এতে অন্তত তরুণ ভোটারদের আস্থা কিছুটা হলেও ফিরে আসবে যেটা ভবিষ্যতে সরকার তথা জনগণের জন্য মঙ্গলই বয়ে আনবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.