অনেক অভিমানী চারিদিকে এখন একটাই কথা,একটাই দাবি পরিমলের বিচার চাই।পরিমলের বিচারটা যেন নির্মম হয় এটাই আশা করি।কিন্তু এরি মাঝে অনেক কথা আর অনেক কিছু আলোচনা হচ্ছে।কেউ কেউ নাকি বলসে দোষ নাকি মেয়েটার,মেয়েটা নাকি জিন্স আর টি শার্ট পরেসে এটাই নাকি তার জীবনের সবচেয়ে ভুল।অনেক বিজ্ঞ বিজ্ঞ জনেরাও এই কথার পক্ষে।বিজ্ঞ বললাম এই কারনে যে অনেক ভার্সিটি এর স্টুডেন্টদের ফেসবুক এ নোট পোস্ট করতে দেখলাম তারাও বলসে যে এক হাতে নাকি তালি বাজে না।তার মানে কি যারা জিন্স আর টি শার্ট পরবে সবাইকে ধর্ষণ করতে হবে?আমার প্রশ্ন এখানেই।তার মানে ওরা কি বলতে চায় মেয়েটা পরিমলকে দিয়ে নিজের ধর্ষণ করিয়েছে?আসলে যারা এসব বলসে তারাও ভবিষ্যতে পরিমলের মতই হবে,তাই আমাদের পরিমলের বিরুদ্ধে শাস্তির দাবির পাশাপাশি এসব ছেলেদেরকেও প্রতিহত করা দরকার,নয়ত এদের বিরুদ্ধে কোনদিন ধর্ষণের অভিযোগ উঠবে এবং আবার আমাদের রাস্তায় নামতে হবে,কারন এসব শিক্ষিত নরপিশাচ দারাই সমাজ নষ্ট হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।