আমাদের কথা খুঁজে নিন

   

পরিমল জয়ধর ও কোচিং ব্যাবসা

আমি আমার যুক্তি দিয়ে যেদিন ঈশ্বরকে পাব, যেদিন মেনে নেব ভিকারুন্নেসা স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের ছাত্রী নির্যাতনের ঘটনার আড়ালে শিক্ষকদের কোচিং ব্যবসার ব্যপারটা কেন জানি সকলের অলক্ষ্যেই থেকে গেল। ভাবখানা এমন যে ভাল স্কুলের শিক্ষক তো কোচিং ব্যবসা করবেই। নতুবা ভাল ছাত্রদের কি হবে? এই সব তথাকথিত ভাল স্কুলের ভাল শিক্ষকদের পরম দায়িত্ব হল নানা প্রকার কোচিং সেন্টার করে ভাল ছাত্রদের জিপি এ-৫ পাবার ব্যবস্থা করা। আমরা অভিভাবকগণ এই সবা ভাল স্কুলে আমাদের ছেলেমেয়েদের ভর্তি করে তারপর তার ভাল শিক্ষকদের কোচিং সেন্টারে দৌড়া দৌড়ী শুরু করি। অথচ সে সব কোচিং গুলতে আসলে কি পড়ান হয়, সেখানকার পরিবেশ কেমন এসব নিয়ে কারও তেমন মাথা ব্যথা নেই।

লক্ষ্য শুধু একটাই -জিপি এ ৫ পাওয়া। গোল্ডেন হলে তো সনায় সোহাগা! আমার প্রতিবেশীর ছেলে রাজধানীর একাটা নামী স্কুলের দশম শ্রেণীর ছাত্র। আগামী মাঘ-ফাল্গুনে তার মাধ্যমিক পরীক্ষা শুরু। তাদের স্কুলে এস এস সি সিলেবাস গত মাসেই (আষাঢ়) শেষ! এখন তাদের মাত্র কাজ রিভিশন ও মডেল টেস্ট! তারমানে আষাঢ় থেকে পৌষ এই সাত মাস ছেলেটি আর নতুন কিছু শিখবে না। নতুন কিছু পড়বে না।

নতুন কিছু জানবে না। এই মেধাবী ছেলেটির একমাত্র কাজ হবে হাফেজিয়া মাদ্রাসার মত একই জিনিষ দিনের পর দিন, মাসের পর মাস আউড়ে যাওয়া। তার বুদ্ধির বিকাশ থেমে থাকবে আগামী সাত মাস। তারপর সে একটা জিপি/ও ৫ ফললাভ করবে এবং তার স্কুল ও তার ব্যবসায়ী শিক্ষকদের কোচিং সেন্টারের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এই সব ব্যবসায়ী শিক্ষকগন কতটা মূর্খ সেটা তাদের বিজ্ঞাপন গুলোর দিকে তাকালেই বোঝা যায়।

স্কুলের দেয়ালে বা নানা জায়গায় পোস্টার বা ব্যনার দেখতে পাবেন- আমুক স্যরের গনিত কোচিং,, তমুক স্যরের ইংরেজী কোচিং ইত্যাদি। নিজেই নিজের নামের আগে স্যর পরিচয় দিয়ে বিজ্ঞাপন কতটা মূর্খ হলে করা যায়? এদের কাছে আমদের শিক্ষার্থীদের কি শেখবার আছে? সবচেয়ে বড় কথা, কোন ভাল স্কুলের তথাকথিক ভাল শিক্ষকগন কোচিং ব্যবসায় নাই? আসলে আমারা সবাই জানি, এদেশে এখন আর ভাল স্কুল বলে আলাদা কিছু নেই। সব স্কুল ই এক। পরিমল জয়ধরের একটা দোষ নিয়ে আমরা খুব উদ্ভিগ্ন, তার অন্য দোষটা কেউ বলছে না। অথচ সমস্য সেখান থকেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.