আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ৩০ দিন সময় দেয়া হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহাসনগর এ কে এম এনামুল হক এ সংক্রান্ত আদেশ জারি করেন। এক সদস্যের এ কমিটিতে রাখা হয়েছে ঢাকার মহানগর হাকিম উৎপল চৌধুরীকে। উল্লেখ্য, শবে বরাতের রাতে গত ১৮ জুলাই সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসি।
এ ঘটনায় আহত হয় আরো একজন। নিহত সবাই কলেজছাত্র এবং পরস্পরের বন্ধু। নিহতরা হলেন: তেজগাঁও কলেজের ছাত্র ইব্রাহিম (২৪), টিপু (২৫), মিরপুর সরকারি বাংলা কলেজের ছাত্র পলাশ (২২), কান্ত (২৪), মনির (২৩), মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের ‘এ’ লেবেলের ছাত্র শামস রহিম শামাম (২৩)। এরপর এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। কমপক্ষে ৫০০ জনকে আসামি করে একটি হত্যামামলা করে পুলিশ।
অপরদিকে, ডাকাতির অভিযোগে নিহত ৬ ছাত্রসহ ১৫/২০ জনকে আসামি করে স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুল মালেক আরেকটি মামলা করেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।