আমাদের কথা খুঁজে নিন

   

আমিনবাজারে ৬ ছাত্র হত্যার ঘটনায় বিচার বিভাগীয় কমিটি

আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ৩০ দিন সময় দেয়া হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহাসনগর এ কে এম এনামুল হক এ সংক্রান্ত আদেশ জারি করেন। এক সদস্যের এ কমিটিতে রাখা হয়েছে ঢাকার মহানগর হাকিম উৎপল চৌধুরীকে। উল্লেখ্য, শবে বরাতের রাতে গত ১৮ জুলাই সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসি।

এ ঘটনায় আহত হয় আরো একজন। নিহত সবাই কলেজছাত্র এবং পরস্পরের বন্ধু। নিহতরা হলেন: তেজগাঁও কলেজের ছাত্র ইব্রাহিম (২৪), টিপু (২৫), মিরপুর সরকারি বাংলা কলেজের ছাত্র পলাশ (২২), কান্ত (২৪), মনির (২৩), মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের ‘এ’ লেবেলের ছাত্র শামস রহিম শামাম (২৩)। এরপর এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। কমপক্ষে ৫০০ জনকে আসামি করে একটি হত্যামামলা করে পুলিশ।

অপরদিকে, ডাকাতির অভিযোগে নিহত ৬ ছাত্রসহ ১৫/২০ জনকে আসামি করে স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুল মালেক আরেকটি মামলা করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।